তাঁর ছবির মুক্তি পাওয়ার কথা ছিল আগামী কাল। তার প্রচারে মাঝ রাতেই ভাটিন্ডা থেকে জালন্ধর যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে আর পৌঁছনো হল না। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দেশের অন্যতম জনপ্রিয় কৌতূকাভিনেতা যশপাল সিংহ ভাট্টির।
গত কাল রাত আড়াইটে নাগাদ জালন্ধর জেলার শাহকোটের কাছে নাকোদর এলাকায় রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে যশপালের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যশপালের। তাঁর ছেলে যশরাজ গাড়িটি চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ওই গাড়িতে ছিলেন ছবির নায়িকা সুরিলি গৌতমও। আশঙ্কাজনক অবস্থায় তিনিও হাসপাতালে ভর্তি। জালন্ধরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক হরপ্রীত সিংহের কথায়, “রাত তিনটে নাগাদ যশপালকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তত ক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
যশরাজ ও সুরিলির অবস্থা আশঙ্কাজনক। তবে স্থিতিশীল।”
পথ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু। সমাজের খারাপ দিকগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরাই ছিল সেই সব নাটকের মূল উদ্দেশ্য। তার পর টিভিতে। ‘উল্টা পুল্টা’ আর ‘ফ্লপ-শো’-র মাধ্যমে ভারতীয় দর্শকের মন জয় করে নিয়েছিলেন যশপাল ভাট্টি। দূরদর্শনের এই দু’টি শোয়ের পরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। হাস্যরসের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা তুলে ধরতে জুরি ছিল না তাঁর। সব সময় পাশে পেয়েছেন স্ত্রী সবিতাকে। ‘ফ্লপ শো’-য়ে তিনিই যশপালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন। তীক্ষ্ন ব্যঙ্গরসাত্মক পরিবেশনার মাধ্যমে দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয়ও ছুঁয়ে যেতেন যশপাল। তবে শুধু টিভি শো-ই নয়। বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন যশপাল। যার মধ্যে রয়েছে আমির খান আর কাজল অভিনীত ‘ফনাহ্’, সলমন খান অভিনীত ‘জানম সমঝা করো’ প্রভৃতি। কয়েকটি পঞ্জাবি ছবি পরিচালনাও করেছেন যশপাল। পুলিশকে ব্যঙ্গ করে প্রথম ছবি বানিয়েছিলেন ‘মাহল ঠিক হ্যায়’। আগামী কালই মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত অপর একটি পঞ্জাবি ছবি ‘পাওয়ার কাট’। পঞ্জাবে ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যাই এই ছবির বিষয়বস্তু।
অমৃতসরে রাজপুত শিখ পরিবারে জন্ম যশপালের। চন্ডীগড়ের পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অভিনয়কেই। তাঁর এই হঠাৎ চলে যাওয়ায় শোকাহত গোটা দেশ।
ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক মহলযশপালের মৃত্যু মানতে পারছে না কেউই। অনুপম খের, অক্ষয় কুমার, মধুর ভান্ডরকর। টুইটার উপচে পড়ছে শোকবার্তায়। একটি বিশেষ বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। আজ রাতেই চণ্ডীগড়ে শেষকৃত্য সম্পন্ন হয় ‘ফ্লপ-শো’-র এই ‘হিট’ কৌতূকাভিনেতার। |