প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় আর নেই। আজ তাঁর অসংখ্য অনুরাগী, অনুগামী, পাঠক, সাহিত্যিক, বন্ধু, পরিজন সমবেত হয়েছিলেন এই প্রবাদ প্রতিম সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানাতে। তাঁর সৃষ্ট সাহিত্য বাংলা ভাষা, সাহিত্যকে মুগ্ধ, মুখরিত ও সমৃদ্ধ করেছে। আজ তাঁর মরদেহ আনন্দবাজার পত্রিকার দফতর হয়ে রবীন্দ্রসদনে পৌঁছায়। এখানে তাঁর মরদেহ ঘণ্টা দেড়েক শায়িত থাকার পর সেখান থেকে সাহিত্য অকাদেমি হয়ে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় সাহিত্যিকের দেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে অগনিত মানুষ তাদের প্রিয় লেখক ও সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন। কবিকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সাহিত্যে বাঙালী মনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
|
প্রখ্যাত হাস্য কৌতুক অভিনেতা যশপাল ভাট্টি প্রয়াত হয়েছেন। পঞ্জাবের ভাতিন্ডায় তাঁর অভিনিত একটি নতুন ছবির প্রচার সেরে জলন্ধর ফেরার পথে রাত ১টা নাগাদ পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার পুত্র। নয়ের দশকে দূরদর্শনে প্রচারিত ‘ফ্লপ শো’ এবং ‘উল্টা পুল্টা’-য় তাঁর অভিনয় হাস্যরস ও রসবোধকে যেন নতুন দিশা দেখায়। মন খুলে হাসার জন্য এই অনুষ্ঠান গুলির অপেক্ষায় বসে থাকত দেশের অসংখ্য মানুষ। তিনিই ছিলেন দূরদর্শনের প্রথম জনপ্রিয় হাস্য কৌতুক অভিনেতা ও সঞ্চালক। বলিউডের কিছু ছবিতেও তাঁর অভিনয় মানুষকে মুগ্ধ করেছে, মুখে হাসি ফুটিয়েছে। তাঁর অভিনিত শেষ ছবি ‘পাওয়ার কাট’ আগামী ২৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। |