দু’দিন আগেই নিউ ইয়র্কে একটি চ্যারিটি ডিনার অনুষ্ঠানে হালকা মেজাজে ছিলেন দু’জন। কিন্তু গত কাল থেকে ফের স্বমহিমায় তাঁরা। বারাক ওবামা এবং মিট রোমনি। লড়াইটা ফের জমিয়ে তুলেছেন দু’জনেই।
হাতে আর মাত্র আঠারোটা দিন। তার পরেই প্রেসিডেন্ট নির্বাচন। দু’পক্ষই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। সোমবার ওবামা ও রোমনি শেষ বারের জন্য বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চলেছেন।
ভার্জিনিয়ায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী রোমনিকে এক হাত নিয়েছেন ওবামা। প্রথমে মশকরা করে বলেছেন,“রিপাবলিকান প্রার্থী আসলে ভীষণ পাল্টে যাচ্ছেন। নিজের কথা থেকে পিছুও হটছেন। তিনি কী বলছেন, সেটা নিজেই ভুলে যাচ্ছেন। আমার মতে উনি রোমনেশিয়ায় ভুগছেন।” এর থেকে পরিত্রাণ পাওয়ারও উপায়ও বাতলেছেন ওবামা। সেটা হল ‘ওবামাকেয়ার’। তবে এর পরই আক্রমণ শানিয়েছেন ওবামা। ন’হাজার দর্শকের সামনে রোমনিকে উদ্দেশ করেই বলেন,“আপনি এক বার বলছেন, সমান কাজের জন্য সমান বেতন। কিন্তু এ বিষয়ে কোনও বিল পাশ করবেন কি না, তা পরিষ্কার করে বলতে অস্বীকার করছেন।”
ওবামা যতই তাঁর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে ঠাট্টা করুন, রিপাবলিকান শিবির কিন্তু বিষয়টি মোটেও হালকা করে দেখছে না। ওবামাকে পাল্টা আক্রমণ করেছেন রোমনিও। ফ্লোরিডায় হাজার আটেক দশর্র্কের সামনে বলেছেন,“এখন ওরা (ওবামা শিবির) খালি কথার খেলায় মেতেছেন। আমেরিকা একটা বিশাল দেশ। এখানে এক দিকে রয়েছে বিশাল সুযোগ-সুবিধা। অন্য দিকে বিশাল চ্যালেঞ্জ। ওদের ভবিষ্যতের কোনও কর্মসূচি নেই, আমেরিকার জন্য কোনও কর্মসূচি নেই। আর দ্বিতীয় বার ক্ষমতায় আসারও কোনও কর্মসূচি নেই।”
হাততালিতে ফেটে পড়েছে গোটা এলাকা।
আসল লড়াইটা সামনের মাসে। তার আগে ওবামা-রোমনি বাগ্যুদ্ধ কিন্তু জমে গিয়েছে! |