বোর্ড প্রেসিডেন্টের শহরে চরম ভোগান্তিতে দিন্দারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলীপ ফাইনাল খেলতে গিয়ে অশোক দিন্দাদের যে এমন দুর্ভোগে পড়তে হবে, কে জানত! আর ভোগান্তির পটভূমি কোথায়? না, খোদ বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের শহর চেন্নাইয়ে! আজ, রবিবার দলীপ ফাইনালে মধ্যাঞ্চলের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। কিন্তু প্রস্তুতি শিকেয় তুলে শনিবার গোটা দিন পূর্বাঞ্চলকে ছুটে বেড়াতে হল চেন্নাইয়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত। চিপকের মাঠে ঢুকতে দেওয়া হল না, দেওয়া হল না চেন্নাই ক্রিকেট সংস্থার ইন্ডোর। নির্দেশ দেওয়া হল এমন এক ইন্ডোরে প্র্যাক্টিস করতে যা চিপক থেকে শুধু দু’ঘণ্টা দূরেই নয়, আস্ত একটা গুদামঘর! ঘটনাটা কী? গত দু’দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে চেন্নাইয়ে। মাঠে প্র্যাকটিস করা সম্ভব ছিল না। পূর্বাঞ্চল ক্রিকেটাররা ইন্ডোরে প্র্যাকটিস সারবেন ঠিক করলে কী হবে, মাঠে গেলে তাঁদের জানানো হয় ইন্ডোরে কাজ চলছে। ঢোকা যাবে না। যেতে হবে ঘণ্টা দুয়েক দূরত্বের একটি স্পোর্টস কমপ্লেক্সের ইন্ডোরে। দিন্দারা বাধ্য হয়ে সেখানে হাজির হয়ে দেখতে পান, ছোট্ট এক চিলতে ঘরের মধ্যে একটা নেট টাঙানো। বড়জোড় দু’এক পা ছুটে পেসারদের বল করা সম্ভব। ক্ষুব্ধ পূর্বাঞ্চল ক্রিকেটাররা প্র্যাকটিস না করেই বেরিয়ে আসেন। বিকেলে চিপকের পিচ দেখতে চেয়ে আর এক বিপত্তি। স্থানীয় ম্যানেজার বলে কেউ ছিল না। মাঠে ঢুকতে গেলে বলা হয়, মাঠ ভেজা। নিরুপায় হয়ে হোটেলে ফিরে আসেন দিন্দারা। যদিও তাতে প্রতিপক্ষের সমীহতে হেরফের হয়নি। মধ্যাঞ্চল অধিনায়ক মহম্মদ কাইফ বলে রেখেছেন, “আর কেউ নয়, আমাদের ভয় শুধু দিন্দাকে।”
|
পিছিয়ে গেল রঞ্জির দল নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নাটকীয় ভাবে মহাষষ্ঠীর দিন বাতিল হয়ে গেল বাংলার রঞ্জি ট্রফির দল নির্বাচন সভা। অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়ে। আগে ঠিক ছিল, ভারতে দুটো প্র্যাক্টিস ম্যাচ খেলবে ইংল্যান্ড। কিন্তু শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব সঞ্জয় জাগদালে ই-মেল মারফত জানিয়ে দেন দুটো নয়, ইংল্যান্ড পাচ্ছে তিনটে প্র্যাক্টিস ম্যাচ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে খেলবে ভারত ‘এ’। যা শুরু ৩০ অক্টোবর থেকে, এবং শেষ হতে হতে ১ নভেম্বর। অর্থাৎ বাংলার রঞ্জি অভিযান শুরুর ঠিক আগের দিন। এ দিন দুপুর পর্যন্ত সিএবি কর্তাদের কাছে বাড়তি প্র্যাক্টিস ম্যাচ নিয়ে কোনও খবর ছিল না। বৈঠকে বসার আগে আচমকা পরিস্থিতির পটবদলে তাঁরা সিদ্ধান্ত নেন, রঞ্জির দল নির্বাচন মুলতবি রাখা হবে। কারণ জানা নেই বাংলা থেকে ক’জন ভারত ‘এ’ দলে সুযোগ পাবেন। আপাতত ঠিক হয়েছে, ২৮ অক্টোবর রঞ্জির দল নির্বাচন হবে। |