‘সহজে রবীন্দ্রনাথ হইবার পদ্ধতি’ জানেন নিশ্চয়। প্রথমেই, প্রথাগত শিক্ষায় ডাহা ফেলু হতে হবে। ক্লাস এইট পেরতে না পারলে, ভাল রবীন্দ্রনাথ। নার্সারি-নিরক্ষর হলে, প্রায় পূর্ণ রবীন্দ্রনাথ হয়েই গেছেন, শুধু দাড়ি গজানোটা বাকি। এ বার কী ভাবছেন, কবিতা লিখতে বসবেন? ধুর। কোনও কলেজের পরিচালন সমিতির সভাপতি হোন, আর উঁচু ডিগ্রিধারী দেখলেই ঠাটিয়ে থাবড়া মেরে বলুন, ‘শালা, রবীন্দ্রনাথ হওয়া থেকে এতটা পিছিয়ে আছিস, আমার সঙ্গে পাঙ্গা?’ |