এ বার ভারতের স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং নক্শার বাজারের দিকে নজর দিচ্ছে মার্কিন শিল্পমহল। আর ওই শিল্পের বাজার ধরতে এই প্রথম এ দেশে ঘুরে গেল ‘আর্কিটেকচার সার্ভিসেস ট্রেড মিশন’ নামে তাদের একটি প্রতিনিধিদল। ছ’দিনের সফরে চেন্নাই, বেঙ্গালুরুর পাশাপাশি কলকাতাও ঘুরে গিয়েছে ওই দলটি। যার মধ্যে ছিলেন ২০টি মার্কিন সংস্থার প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিককালে এত বড় মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দল ভারতে আসেনি।
|
উৎসবের মরসুমে গাড়ি, বাড়ি এবং ব্যক্তিগত ঋণে বিশেষ সুবিধা দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কোনও ক্ষেত্রেই তারা প্রসেসিং ফি নিচ্ছে না। পাশাপাশি, ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ নিচ্ছে ১০.৫০%। অন্য দিকে, গাড়ির ক্ষেত্রে এক্স শো-রুম দামের পুরোটাই ঋণ দেওয়া হচ্ছে। সুযোগ ৩০ নভেম্বর পর্যন্ত।
|
লন্ডনে ‘বিশ্ব পর্যটন উৎসবে’ ভারতের মণ্ডপে থিম রাজ্য হবে পশ্চিমবঙ্গ। শনিবার মহাকরণে পর্যটন সচিব বিক্রম সেন জানান, অর্থমন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে ২৫ জনের প্রতিনিধিদল যোগ দিতে যাবে। দলে থাকবেম বাঁকুড়ার পোড়ামাটি, কৃষ্ণনগরের পুতুল তৈরির কারিগররা, ছৌ-শিল্পী, বাউল, গম্ভীরা গায়কও। এ রাজ্যের কৃষ্টিকে বিশ্বের দরবারে তুলে ধরে পর্যটন-সহ অন্যান্য ক্ষেত্রে লগ্নি আকর্ষণের চেষ্টা করবেন ওই প্রতিনিধিরা। উৎসব চলবে ৫ থেকে ৮ নভেম্বর।
|