বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল ও নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী গিরিজাপ্রসাদ কৈরালাকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দিল শেখ হাসিনার সরকার। এ ছাড়া ৫৯ জন ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয়েছে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পদক। তার মধ্যে আনন্দবাজার পত্রিকাও রয়েছে। আজ ঢাকায় এক অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। ছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রী দীপু মণি। এর আগে ইন্দিরা গাঁধীকে দেওয়া সর্বোচ্চ ‘স্বাধীনতা সম্মাননা’ পদক তুলে দেওয়া হয়েছিল ঢাকা সফরে আসা তাঁর পুত্রবধূ সনিয়া গাঁধীর হাতে।
|
চিনের আর্থিক অগ্রগতির কথা মাথায় রেখে ভারতের উচিত চিনের সঙ্গে সুসম্পর্ক বাড়ানো। রতন টাটার এই মন্তব্যকে ‘স্বাগত’ জানিয়েছে চিনের এক প্রথম সারির দৈনিক। ১৯৬২ সালের ইন্দো-চিন যুদ্ধের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সংবাদপত্রটি জানিয়েছে, রতন টাটা ভারত-চিন বাণিজ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন।
|
ব্যটারিচালিত গাড়িতে ব্যবহৃত ব্যাটারির উদ্ভাবক মার্কিন পর্দাথবিদ্ স্ট্যান্ডফোর্ড ওহিনস্কি মারা গেলেন। বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁকে এ যুগের থমাস এডিসন বলা হত। ওহিনস্কি ১৯৬৮ সালে গ্লাস ট্রানজিস্টর আবিস্কার করেন। যা এখনকার ফ্ল্যাট স্ক্রিন মনিটরের জন্ম দিয়েছে। সৌরশক্তি ব্যবহারের পাতলা পাতেরও আবিষ্কর্তা তিনিই। |