আগমনীর আলোয়
প্রতিমার মুখে তুলির টান। দক্ষিণ কলকাতায়। নিজস্ব চিত্র পুজোর রঙে...। জলপাইগুড়িতে ছবিটি তুলেছেন সন্দীপ পাল। মুগ-মসুরের মডেলে সাজছে মণ্ডপ। দুর্গাপুরে জওহরলাল নেহরু রোডে বিকাশ মশানের তোলা ছবি। পুজোর প্রস্তুতি  বনগাঁয়। ছবি তুলেছেন পার্থসারথি নন্দী। পুজো আসছে। তাই বেড়েছে মালা তৈরির ব্যস্ততা। কাটোয়ার দুর্গা গ্রামে তোলা নিজস্ব চিত্র। আসছে পুজো। তারই তোড়জোড় পটাশপুরের পঁচেট গ্রামে। ছবি তুলেছেন কৌশিক মিশ্র। সেজে উঠছে এগরা শহরের একটি মণ্ডপ। ছবি তুলেছেন কৌশিক মিশ্র। রাঙাবো যতনে...। মেদিনীপুরে সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি। সালঙ্কারা। ছবি তুলেছেন কিংশুক আইচ ব্যস্ততা। বালিচকের হরিহরপুরে ছবি তুলেছেন কিংশুক আইচ। রূপটান! নিজস্ব চিত্র মণ্ডপের পথে। বাঁকুড়ায়। ছবি: অভিজিৎ সিংহ। শরতের আহ্বান... নিজস্ব চিত্র

আসছি আসছি করে এসেই পড়ল... বিশ্বজুড়ে বাঙলির প্রাণের উৎসব— দুর্গাপুজো। সারা বছরের অপেক্ষা, আয়োজন এই চারটি দিনের জন্য। হাসি-আনন্দের সেই সব টুকরো ক্যামেরাবন্দি
করে পাঠিয়ে দিন আমাদের ই-মেল অ্যাড্রেসে। ছবির সঙ্গে পাঠাতে হবে পুজোর স্থান, আয়োজক ও আলোকচিত্রীর নাম। শুধুমাত্র স্থিরচিত্রই গ্রাহ্য হবে।
ছবি পাঠানোর ঠিকানা:
পুজোর ফ্রেম

পুজো পর্যায়ে
নির্ঘন্ট