জাল নোট চক্রের পাণ্ডা ধৃত |
আজ দক্ষিণ দিনাজপুর থেকে জাল নোট চক্রের ২ জন পাণ্ডাকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের নাম জিয়া ও জিন্নাদ। অন্তর্দেশীয় জাল নোট চক্রের এরা অন্যতম সদস্য বলে দাবি এসটিএফের। ধৃতদের কলকাতায় নিয়ে এসে আদালতে তোলা হবে।
|
গতকাল বহরমপুরের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ২ জনকে আজ ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সকাল ১০টা নাগাদ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ব্যাঙ্ক থেকে প্রায় ১৪ লক্ষ টাকার ডাকাতি করে উধাও হয়। ঝাড়খণ্ডের দেওঘর থেকে ধৃত দু’জনের কাছ থেকে আজ উদ্ধার হয় প্রায় ১৩ লক্ষ ৪০ হাজার টাকা। অভিযুক্তদের হেফাজতে নিতে ঝাড়খণ্ড রওনা হয়েছে মুর্শিদাবাদ থানার পুলিশ।
|
ভাতৃবধূকে পুড়িয়ে মারল ভাসুর। অমানবিক এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারে। দেওরের সঙ্গে বৌদির অবৈধ সম্পর্ক আছে সন্দেহে নিজের ভাই, ভাইয়ের বৌ ও মেয়েকে পোড়াল দাদা। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ভাইয়ের বৌ ও মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ভাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দুষ্কৃতী হামলায় কৃষকের মৃত্যু |
দুষ্কৃতী হামলায় কৃষকের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কুমড়ি গ্রামে। আজ সকালে কৃষকদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হন ২ জন। কিছুদিন আগেই গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। গণপিটুনিতে ডাকাতের মৃত্যুর জেরেই এই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। |