প্রাক্তন অধ্যক্ষ সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা |
রবীন্দ্রনাথ ঠাকুরের জাল ছবি নিয়ে প্রদর্শনীর অভিযোগে গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপালী ভট্টাচার্যকে বৃহস্পতিবার সাসপেন্ড করল রাজ্য সরকার। রবীন্দ্রনাথের জাল ছবি প্রদর্শনী ও বিক্রির অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ। একই অভিযোগে মামলা দায়ের হয়েছে শিল্পী যোগেন চৌধুরী ও ছবি ব্যবসায়ী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গত বছর ফেব্রুয়ারিতে রবীন্দ্রনাথের জাল ছবি নিয়ে প্রদর্শনীর অভিযোগ ওঠে আর্ট কলেজের বিরুদ্ধে। তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন দীপালিদেবী। অভিযোগ, বিতর্কিত ২০টি ছবির মধ্যে যোগেনবাবু একটি ছবি দেন। বাকিগুলি দেন জয়ন্তবাবু। এ নিয়ে মামলা চলছে।
|
হাত-ব্যাগে প্লাস্টিকের ভিতরে লুকিয়ে ডলার, ভাট ও টাকা নিয়ে যাওয়ার সময়ে কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতরের হাতে ধরা পড়লেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ধৃত জয়নাল আবেদিন কলকাতার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় সব মিলিয়ে সাড়ে ১৭ লক্ষ টাকা নিয়ে ওই রাতে ব্যাঙ্কক যাচ্ছিলেন জয়নাল।
|
শ্লীলতাহানিতে শিক্ষক সাসপেন্ড |
ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের শিক্ষক অভিজিৎ মিত্রকে সাসপেন্ড করা হল। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার ওই শিক্ষককে নোটিস দেওয়া হয়।
|
নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগে কলেজ স্ট্রিট থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম মাইকেল বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে পুজোর কেনাকাটার সময়েই শ্লীলতাহানির ঘটনা ঘটে।
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উল্টোডাঙা থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার ওই যুবক নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। আজ, শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
|
বড়বাজারে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে এক ব্যবসায়ী জখম হয়েছেন। মহম্মদ আরিফ নামে ওই ব্যবসায়ীর কাঁধে গুলি লেগেছে। পুলিশের ধারণা, পুরনো শত্রুতার জেরেই হামলা। |