আগমনীর আলোয়
ভয় কী? বাঁকুড়ার নতুনপুকুরে অভিজিৎ সিংহের তোলা ছবি। শেষের দিকে...। হাওড়ার বেতাইতলায় হিলটন ঘোষের ছবি। পুজোর প্রস্তুতি বসিরহাটে। নির্মল বসুর তোলা ছবি। চালচিত্র। ছবি: হিমাংশুরঞ্জন দেব। নানা লোকবাদ্যে সাজবে মণ্ডপ। কাটোয়ার অগ্রদ্বীপে চলছে তারই প্রস্তুতি। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর মণ্ডপ তৈরি পটাশপুরে। ছবি: কৌশিক মিশ্র। চরম ব্যস্ততা। গোবরডাঙায় ছবিটি তুলেছেন পার্থসারথি নন্দী। মুক্তি নেই... কুমোরটুলি থেকে সেজেগুজে বেরিয়ে রওনা দিয়েছিলেন স্টুডিওপাড়ার দিকে। কিন্তু ধর্মতলায় যানজটের প্যাঁচে তিনিও। ছবি: প্রদীপ আদক পুজোতেই ওঁদের মুখে ফোটে হাসি। মঙ্গলকোটের বনকাপাশিতে প্রতিমার শোলার সাজ তৈরিতে ব্যস্ত মহিলারা। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়। আগমনী। গদাধরপুরে সব্যসাচী ইসলামের তোলা ছবি।

আসছি আসছি করে এসেই পড়ল... বিশ্বজুড়ে বাঙলির প্রাণের উৎসব— দুর্গাপুজো। সারা বছরের অপেক্ষা, আয়োজন এই চারটি দিনের জন্য। হাসি-আনন্দের সেই সব টুকরো ক্যামেরাবন্দি
করে পাঠিয়ে দিন আমাদের ই-মেল অ্যাড্রেসে। ছবির সঙ্গে পাঠাতে হবে পুজোর স্থান, আয়োজক ও আলোকচিত্রীর নাম। শুধুমাত্র স্থিরচিত্রই গ্রাহ্য হবে।
ছবি পাঠানোর ঠিকানা:
পুজোর ফ্রেম

পুজো পর্যায়ে