দমদমে সিপিএম-তৃণমূল সংঘর্ষ |
দমদমে সিপিএম-তৃণমূলের সংঘর্ষে লক্ষ্মীনারায়ণ রোডে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কেবল ব্যবসা নিয়ে এলাকার ‘বাটোয়ারা’ নিয়ে এই সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষের জেরে বিপর্যস্ত হয় এলাকার যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। দুই সিপিএম সমর্থক-সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখনও যথেষ্ট থমথমে।
|
আজ সকালে ব্যাঙ্ক খুলতেই বড়সর ডাকাতির ঘটনা ঘটল বহরমপুরের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে। সকাল ১০টা নাগাদ ৬-৭জনের একটি ডাকাত দল হামলা চালায়। ওই সময় ব্যাঙ্কে মোট ৩জন ব্যাঙ্ক কর্মী উপস্থিত ছিলেন। ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ করা হয় প্রায় ১৪ লক্ষেরও বেশি টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
|
ব্যাঙ্ক জালিয়াতি, কলকাতায় গ্রেফতার দুই এমবিএ ছাত্র |
জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে কলকাতায় গ্রেফতার করা হল দুই এমবিএ-র ছাত্রকে। অভিযুক্তদের নাম দীপক জয়সওয়াল ও প্রশান্ত চৌবে। দু’জনেই বিহারের বাসিন্দা। বেশ কিছু এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড জাল করে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ এই দুই ছাত্রের বিরুদ্ধে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি জাল এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড, জাল কার্ড তৈরীর সরঞ্জাম, নগদ দেড় লক্ষ টাকা এবং সোনার গয়না। |