|
|
|
|
|
|
তিনি বলেন
|
গাড়ি বাড়ছে, লোক বাড়ছে, পুজো বাড়ছে।
কিন্তু রাস্তা কমছে। |
মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গ শহরের সঙ্কীর্ণ পথ |
|
|
|
|
|
দিন যেমন
অসীম দাস
|
আজকের রাশি: তুলা।
নক্ষত্র: বিশাখা।
শুভ রং: সবুজ, নীল ও বেগুনি।
এড়িয়ে চলুন বাদামি ও ধূসর।
শুভ সংখ্যা: ১, ৪, ৫ ও ৮।
এড়িয়ে চলুন ৩ ও ৬।
|
আজ চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে রবি, বুধ ও শনির সঙ্গে একত্রে অবস্থান করায় এবং রাশির অষ্টমে বৃহস্পতি থাকায় দিনটি বৈচিত্রপূর্ণ হওয়ার সম্ভাবনা। এক দিকে ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা, অন্য দিকে কৃতিত্বের জন্য পুরস্কৃত হওয়ার যোগ। ব্যবসায়ীরা আইনি সমস্যায় পড়তে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বেরা মেজাজ হারাবেন না। প্রেমের ক্ষেত্রে সংশয়। দাম্পত্যে অসন্তোষ। যকৃৎ ও পিত্তাশয়ের সমস্যায় সতর্ক হোন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
সিঁড়ির দাবিতে
দমদম একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। স্টেশনে যেতে সম্বল অল্পপরিসর সিঁড়ি। যদি কোন আপ অথবা ডাউন ট্রেনের যাত্রী সিঁড়ি দিয়ে অবতরণ করেন। তবে নিচ থেকে উঠে যাত্রীদের ট্রেন ধরা অসম্ভব। অপর একটি সিঁড়ি নির্মাণের জন্য পূর্ব রেলের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। শান্তিকুমার সেন, কলিকাতা।
—আনন্দবাজার পত্রিকা, ১৭ অক্টোবর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|