বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ |
ফের ধর্ষণ শহরে। ১৪ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটে বারুইপুরের ভাটা গ্রামে। ধর্ষণের পরে গায়ে কেরোসিন ঢেলে ওই কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তেরা। দূর থেকে ধোঁয়া বেরোতে দেখে ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
ভাড়া না দেওয়ায় ধাক্কা, চাকায় পিষ্ট ছাত্র |
বাসের ভাড়া না দেওয়ায় তিন স্কুল ছাত্রকে চলন্ত বাস থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জি টি রোডে। ভাড়া দিতে না পারায় বচসার জেরে তিনজনকেই ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে কন্ডাক্টর। ধাক্কার কারণে পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হয় একজন। কলকাতার একটি সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম হয় আরও দু’জন। এই ঘটনায় যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকলে চলন্ত বাস থেকে নেমে পালায় বাসের চালক ও কন্ডাক্টর। ঘাতক বাসটিকে আটকে রেখে ভাঙচুর চালাতে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
|
পথদুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু |
পথদুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় খিদিরপুর এলাকায়। ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ খিদিরপুরের ডক বাউন্ডারি রোডে। রাস্তা পেরোতে গিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে পিষে দেয় একটি ট্রলার। ট্রলারটি দ্রুত গতিতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। গীতা দেবনাথ নামে ওই বৃদ্ধার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুলিশও।
|
কিশোরী বিক্রির অভিযোগ, ধৃত ১ |
মাত্র ১০ হাজার টাকায় এক কিশোরীকে বিক্রির অভিযোগে প্রতিবেশী মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ওই কিশোরী উত্তর চব্বিশ পরগণার নোয়াপাড়ার বাসিন্দা। অনেকদিন থেকেই সে নিখোঁজ ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। জেরার মুখে অভিযুক্ত মহিলা জানান যে বাড়িতে ডেকে মাদক মেশানো প্রসাদ খাইয়ে অচৈতন্য অবস্থায় ঐ কিশোরীকে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। সেখানে দশ হাজার টাকায় তাকে বিক্রি করে দেওয়া হয়। উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পাচারের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত পলাতক হলেও ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |