ভোর হয়েছে। সূর্যের আলোয় ধীরে ধীরে অন্ধকার কেটে গিয়ে আলোকিত হয়ে উঠছে চারপাশ। খুশি মনে তাকালেন আকাশের দিকে। কিন্তু এ কী! চোখে ভুল দেখছেন না তো! একটা নয় দু’টো নয় একেবারে চার চারটে সূর্য ঘুরে বেড়াচ্ছে আকাশে। না এটা কোনও কল্পবিজ্ঞানের গল্পের বিষয়বস্তু নয়। বরং এটা ঘোরতর বাস্তব। আর গন্তব্যস্থলও খুব একটা বেশি দূর নয়। পৃথিবী থেকে মাত্র পাঁচ হাজার আলোকবর্ষ দূরে। নাম ‘পিএইচ ১’। তবে চার ‘অভিভাবককে’ ঘিরে ঘোরার সময় সঙ্গী হিসেবে কাউকে পায়নি সে।
ব্রিটেন এবং আমেরিকার এক দল জ্যোতির্বিজ্ঞানীর দাবি, কেপলার দূরবীক্ষণে তোলা ছবি বিশ্লেষণ করে ‘পিএইচ ১’ নামে গ্রহটির সন্ধান পাওয়া গিয়েছে। আকারে পৃথিবীর থেকে প্রায় ছয় গুণ বড় এই গ্যাসীয় পিণ্ডের চারটি সূর্য খুঁজে পাওয়া নিয়ে স্বভাবতই বেশ বিস্মিত বিজ্ঞানীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস লিনট জানালেন, দু’টো নক্ষত্রকে ঘিরে কোনও গ্রহ ঘুরছে এমন দৃশ্য মাঝেমধ্যেই চোখে পড়ে। কিন্তু চারটে নক্ষত্রকে ঘিরে কোনও গ্রহ ঘুরছে এমন তো এর আগে কখনওই শোনা যায়নি। তার উপরে ওই চারটে নক্ষত্রের মাধ্যাকর্ষণের প্রভাবে ‘পিএইচ ১’-এর পরিবেশ বেশ জটিল হওয়ার কথা। সেই সঙ্গে এর কক্ষপথেরও ঘন ঘন পরিবর্তন হওয়ার কথা। কিন্তু ক্রিসের মতে, কেপলারের তোলা ছবিতে ‘পিএইচ ১’-এর কক্ষপথকে যথেষ্ট স্থিতিশীল হিসেবেই দেখা যাচ্ছে। সম্ভবত ‘পিএইচ ১’-এর থেকে কিছু দূরে আরও ছ’টি গ্রহের খোঁজ পেয়েছেন ক্রিসরা। এই ছ’টি গ্রহই ওই চারটি নক্ষত্রের টানের হাত থেকে বাঁচাচ্ছে ‘পিএইচ ১’-কে। চারটি নক্ষত্রের সম্মিলিত প্রভাবে ‘পিএইচ ১’-এর পরিবেশ ঠিক কেমন তা জানা যায়নি। তবে তা মানুষের বাসযোগ্য নয় বলেই মনে করেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীদের আশা, এই আবিষ্কার মহাকাশের অনেক অজানা রহস্যের সমাধান দিতে পারবে। |