হাওড়ার শপিংমলে বোমাতঙ্কের ঘটনায় গ্রেফতার ২ |
গত রবিবার হাওড়ার রিভারসাইড মলে যে বোমাতঙ্ক ছড়িয়েছিল তার পিছনে ছিল তোলাবাজির উদ্দেশ্য। শপিং মল কর্তৃপক্ষের কাছে যে মোবাইল নম্বর থেকে বোমা রাখার এসএমএস আসে, সেই একই নম্বর থেকে তার কিছু ক্ষণ পরে ১০ লক্ষ টাকা ‘তোলা’ দাবির ফোন আসে। সেই ফোনের সূত্র ধরেই তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশ। নম্বরটির টাওয়ার লোকেশন থেকে পুলিশ জানতে পারে, সেটি শিবপুর অঞ্চলের। সেখানেই হানা দিয়ে গ্রেফতার হয় মহম্মদ শাকিল ও রিজওয়ান সেলিম নামে দুই তোলাবাজ, যে নম্বর থেকে হুমকি ফোন ও এসএমএস করা হয়েছিল সেটি রিজওয়ান সেলিমের বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, মহম্মদ শাকিল আগে এই মলেই নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। সেই কাজের সূত্রেই মলের এক উচ্চপদস্থ কর্মীর মোবাইল নম্বর ছিল শাকিলের কাছে। সেখানেই এসএমএস ও ফোন করে ১০ লক্ষ টাকা তোলা দাবি করে ধৃতরা। আজই তাদের হাওড়া আদালতে তুলে পুলিশি হেফাজতের দাবি জানানো হবে। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে পুলিশ এখন যথেষ্ট তত্পর।
|
গত কাল গভীর রাতে দক্ষিণ শহরতলী সোনারপুরের একই অঞ্চলের দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬-৭ জনের একটি ডাকাতদল একই অঞ্চলের পরপর দু’টি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে, মারধর করে সর্বস্ব লুঠ করে বলে অভিযোগ। এলাকরা বাসিন্দাদের বক্তব্য এই অঞ্চলে কোনও পুলিশি টহলদারি থাকে না। ফলে ধীরে ধীরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই সব এলাকা। তাঁদের আরও আক্ষেপ, যদি বাড়ির মধ্যে থেকেও নিরাপত্তার অভাবে ভুগতে হয়, তা হলে পথে-ঘাটে কী অবস্থা হবে! বহু দিন ধরেই নাকি এই অঞ্চলে চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। বাসিন্দাদের এই অভিযোগের তালিকা থেকে স্বভাবতই একটি দিক স্পষ্ট, দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত সর্বত্রই।
|
বেলঘরিয়ায় ভস্মীভূত কারখানা |
আজ রাত ৩টে নাগাদ বেলঘরিয়ায় একটি গেঞ্জির কারখানায় আগুন লাগে। অনেক কাপড় মজুদ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কি ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
|