আগমনীর আলোয়
মেদিনীপুরের বিবিগঞ্জে মণ্ডপেই চলছে প্রতিমা গড়ার কাজ। সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি। নজরদার। জলপাইগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি। এটা কী? জলপাইগুড়িতে ছবি তুলেছেন সন্দীপ পাল। কুমোরটুলির আটচালাতে: বাকি শুধু রঙের প্রলেপ। ছবি: রণজিৎ নন্দী দেগঙ্গার বেড়াচাঁপায় মাদুর ও বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। নিজস্ব চিত্র খুশির অপেক্ষা। জলপাইগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি। মণ্ডপ বাঁচাতে ছাতা নিয়ে নেমে পড়েছেন পুজোর উদ্যোক্তারা। বনগাঁর মতিগঞ্জে পার্থসারথি নন্দীর তোলা ছবি। মায়ের অঙ্গসজ্জা... ব্যস্ত শিল্পীরা। ছবি তুলেছেন সুদীপ ঘোষ। মুখমণ্ডল: পুজোর আগে ব্যস্ততা। কুমোরটুলিতে। ছবি: বিল্বনাথ চট্টোপাধ্যায় শরতের আহ্বান। নিজস্ব চিত্র

আসছি আসছি করে এসেই পড়ল... বিশ্বজুড়ে বাঙলির প্রাণের উৎসব— দুর্গাপুজো। সারা বছরের অপেক্ষা, আয়োজন এই চারটি দিনের জন্য। হাসি-আনন্দের সেই সব টুকরো ক্যামেরাবন্দি
করে পাঠিয়ে দিন আমাদের ই-মেল অ্যাড্রেসে। ছবির সঙ্গে পাঠাতে হবে পুজোর স্থান, আয়োজক ও আলোকচিত্রীর নাম। শুধুমাত্র স্থিরচিত্রই গ্রাহ্য হবে।
ছবি পাঠানোর ঠিকানা:
পুজোর ফ্রেম

পুজো পর্যায়ে