গোয়ায় ভেঙে পড়ল নৌসেনার কপ্টার |
গোয়ার ড্যাবোলিম বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যে ভেঙে পড়ল নৌসেনার চেতক হেলিকপ্টার। আজ সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মুম্বই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল কপ্টারটি। জ্বালানি ভরার জন্য গোয়ার ওই বিমানবন্দরে নামে। সেই সময় রোটর ভেঙে কপ্টারে আগুন ধরে যায়। নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই অফিসার-সহ ৩ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
|
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ট্রেন থেকে ধাক্কা ছাত্রীকে |
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল এক যুবক। ঘটনাটি ঘটেছে কালনায়। ট্রেন থেকে পড়ার পর লাইনের ধারে অনেক ক্ষণ পড়েছিলেন ওই ছাত্রী। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রীর পরিবারের অভিযোগ, রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও তারা অভিযোগ নেয় নি। সন্তু বসাক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে আজ ওই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ।
|
ধর্ষণের অভিযোগ, জাঙ্গিপাড়া থেকে গ্রেফতার ১ |
হুগলির জাঙ্গিপাড়া থেকে মেডিক্যাল কলেজে অসুস্থ মাকে দেখতে এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিলেন তাঁর এক আত্মীয়। তাঁরা হাসপাতালের কাছাকাছি একটি লজে থাকার ব্যবস্থা করেন। মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন লজে থাকাকালীন সেই আত্মীয় তাঁকে ধর্ষণ করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ জাঙ্গিপাড়া থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ তাকে শ্রীরামপুর আদালতে তোলা হবে।
|
পিতৃপুরুষের উদ্দেশে তর্পণের ঢল রাজ্যজুড়ে |
আজ শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণের জন্য গঙ্গার ঘাটে ঘাটে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। কলকাতার বিভিন্ন ঘাটগুলিতে তর্পণ করতে আসা মানুষদের নিরাপত্তার দিকে নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নজরদারির দায়িত্বে রয়েছে রিভার ট্র্যাফিক পুলিশও। অন্য দিকে, রাজ্যের বিভিন্ন জেলার চিত্রটাও প্রায় একই রকম। |