জাঙ্গিপাড়ায় গোষ্ঠী সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • জাঙ্গিপাড়া |
দলীয় সম্মেলনে যাওয়ার পথে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শনিবার দুপুরে জাঙ্গিপাড়ার বসন্তপুর মোড়ে জখম হন কয়েক জন। এ দিন তৃণমূলের তরফে তফসিলি জাতি-উপজাতি সম্মেলনের আয়োজন করা হয় ত্বরার মোড়ে একটি হিমঘরে। সেখানে যাওয়ার পথেই স্থানীয় তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ মইনুদ্দিন এবং তাঁর অনুগামীদের সঙ্গে ওই এলাকারই আর এক তৃণমূল নেতা রফিক হালদারের দলবলের মারামারি বাধে। বিধায়ক বলেন, “দু’পক্ষের ভুল বোঝাবুঝিতে গণ্ডগোল বাধে।”
|
মুম্বই থেকে কিশোরী উদ্ধার |
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে মুম্বইয়ের কুরলায় পাচার হওয়া এক নাবালিকাকে উদ্ধার করেছে সিআইডি। সোনারপুরের বাসিন্দা ওই কিশোরী দেড় বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তার বাড়ির লোকেদের অভিযোগ, সোনারপুর থানায় বার বার জানিয়েও কিছু হয়নি। মেয়েকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তার বাবা। সিআইডিকে তদন্ত করে মেয়েটিকে উদ্ধার করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সিআইডি জানায়, গত সপ্তাহে নিখোঁজ কিশোরীর মা একটি ফোন পান। সিআইডি খোঁজ নিয়ে জানতে পারে, ফোনটি এসেছে মুম্বই থেকে। এর পরে সিআইডি-র ইনস্পেক্টর সর্বরী ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল মুম্বই যায়। মুম্বই পুলিশের সাহায্য নিয়ে ফোনের সূত্র ধরে নাবালিকাকে উদ্ধার করেন তদন্তকারীরা। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। ওই কিশোরীকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
|
চারটি ৭ এমএম পিস্তল এবং চারটি গুলি-সহ এক জনকে বাগদার একটি এলাকা থেকে পুলিশ ধরেছে। পুলিশের ধারণা, সে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সদস্য। |