হাওড়ার শপিং মলে বোমাতঙ্ক |
আজ দুপুরে হাওড়ার রিভারসাইড শপিং মলে বোমা থাকার খবরে আতঙ্ক ছড়ায়। শপিং মলে বোমা আছে বলে কর্তৃপক্ষের কাছে একটি এসএমএস আসে। প্রাথমিক ভাবে ভিড়ে ঠাসা মল খালি করার কাজও শুরু হয়। ঘটনাটি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে দ্রুত সিআইডি-র তদন্তকারী দল এসে পৌঁছেছে।
|
পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হত ১৮ |
পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্তের শহর দারা আদমখেল সংলগ্ন বাজারে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাতে বাজারের বেশ খানিকটা অংশ উড়ে গিয়েছে। যদিও কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে নাশকতার ধরণ দেখে পুলিশের অনুমান, এর পিছনে তালিবান জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের হাত রয়েছে।
|
তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর |
হাওড়ায় শিবপুর থানার অন্তর্গত ড্রেনেজ ক্যানাল রোডে একটি নির্মীয়মাণ বেসরকারি ইলেক্ট্রনিক কমপ্লেক্সের মালিক মানস রায়ের কাছে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বীথিকা পাঁজার বিরুদ্ধে। মানসবাবুর অভিযোগ, বহুদিন ধরেই তিনি ওই টাকা দাবি করছিলেন। টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দিচ্ছিলেন। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী-সহ পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছিলেন মানসবাবু। এর পর হঠাত্ই দলবল নিয়ে চড়াও হন অভিযুক্ত কাউন্সিলর এবং প্রকাশ্যেই টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ভাঙচুরও চালানো হয় ওই কমপ্লেক্সে। ঘটনাটি নিয়ে শিবপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। |