টুকরো খবর
ব্যর্থই সব চেষ্টা,আবার গন্ডার হত্যা কাজিরাঙায়
কেন্দ্রীয় বনমন্ত্রীর সফর, সেনা নামানো, বনরক্ষী বাহিনীর সংখ্যা বাড়ানোর পরেও কাজিরাঙায় গন্ডার হত্যা থামানো যাচ্ছে না। গত কাল গন্ডার হত্যা নিয়ে কাজিরাঙায় রাজ্যের বনমন্ত্রী বৈঠক করেন। তারপরেই, আজ বেলা ১টা নাগাদ, জাতীয় উদ্যানের আগরাতলি রেঞ্জে একটি গুলিবিদ্ধ গন্ডারের দেহ মেলে। সোহলা বন শিবিরের কাছে ঘটনাটি ঘটেছে।বন দফতর সূত্রে খবর, শিকারিরা জীবন্ত অবস্থায় গন্ডারটির খড়্গ কেটে নিয়ে যায়। গুরুতর জখম গন্ডারটি অবশ্য অল্পক্ষণ পরেই মারা যায়। জানা গিয়েছে, কাল রাতে গুলির প্রচণ্ড আওয়াজ পেয়ে বনরক্ষীরা এসে পড়লে চোরাশিকারিদের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। একটি .৩০৩ রাইফেল ফেলে রেখে শিকারিরা পালায়। অন্য একটি ঘটনায়, ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যানে বনরক্ষী ও কাঠ চোরাচালানকারীদের মধ্যে গুলির লড়াইয়ে অজয় নিপুন নামে এক চোরাচালানকারী গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিধি ভেঙে মাইক, অভিযোগ
বিধি ভেঙে রাত ১০টার পরে মাইক বাজানোর অভিযোগে নিয়ে আইনজীবীদের সঙ্গে পুলিশের বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি আদালত চত্বর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি আদালত চত্বরে। পুলিশের দাবি, রাত সাড়ে ১১টার পরেও আদালত চত্বরে বিধি ভেঙে মাইক বাজিয়ে অনুষ্ঠান হচ্ছিল বলে অভিযোগ পৌঁছয় শিলিগুড়ি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনজীবীরা বিধি মেনেই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মাইক বাজানো হয়েছে বলে দাবি করেন। তা নিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে আইনজীবীদের বচসা হয়। শেষে পুলিশ কর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ব্রহ্মপুত্রের চরে আটকে হাতি
চরে আটকে পড়া হাতির সন্ধান দিলেন মাজুলির মৎসজীবীরা। প্রায় ১২দিন আগে বন্যার তোড়ে স্ত্রী হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে চরে ভেসে এসেছিল। অনাহারে থেকে নিষ্প্রাণ হয়ে পড়ে হাতিটি। মৎসজীবীরা তাকে দেখতে পেয়ে বনবিভাগে খবর দেন। মাজুলির বিট অফিসার অতুল দাস জানান, বনকর্মীরা কলাপাতা ও অন্য খাদ্য নিয়ে চরে যান। খাবার পেয়ে দাঁড়াবার শক্তি পেয়েছে হাতি। মৎসজীবীরাও হাতিটির জন্য খাবার ছুড়ে দিচ্ছেন। সকলের চেষ্টায় অনেকটাই শক্তি ফিরে পেয়েছে সে। অতুলবাবুর আশা, জল কমেছে। আর দিন দুই খেতে পেলেই, হাতিটি সাঁতরে মূল দলের সঙ্গে মিলিত হতে পারবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.