টুকরো খবর
তৃণমূলের প্রধান
পুরুলিয়ায় সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক নকুল মাহাতোর খাসতালুক নপাড়া পঞ্চায়েতের সিপিএমের প্রধানকে আস্থাভোটে আগেই সরিয়েছিল তৃণমূল। শুক্রবার ওই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত মাহাতো। তিনি ৫-৪ ভোটে জয়ী হন। ওই পঞ্চায়েতের ক্ষমতায় দীর্ঘকাল ছিল সিপিএম। ১৮ সেপ্টেম্বর আস্থা সংক্রান্ত ভোটে সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে প্রধান পদ হারান অশোক মাহাতো। তৃণমূলের পুঞ্চা ব্লক সভাপতি কৃষ্ণপদ মাহাতো বলেন, “সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক নকুল বাবুর বাড়ি পুঞ্চার নপাড়ায়। গত তিন দশক ধরে সিপিএম নানা ছলচাতুরি করে এই পঞ্চায়েতের ক্ষমতা ধরে রেখেছিল। সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য আমাদের দলে আসায় পঞ্চায়েতের ক্ষমতার পরিবর্তন হল। এ বার এখানকার মানুষে উন্নয়ন দেখবেন।” নপাড়া পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে সিপিএমের ৬টি ও তৃণমূলের ৩টি ছিল। সিপিএমের ২ জন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের পঞ্চায়েত দখল সহজ হয়ে যায়।

শুরু কাউন্সেলিং
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পশ্চিমাঞ্চল শাখার শিক্ষকর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিং শুরু হল শুক্রবার থেকে। বাঁকুড়ার বিদ্যাভবনে কাউন্সেলিং চলছে। কমিশনের (পশ্চিমাঞ্চল) চেয়ারম্যান সুজিতকুমার চট্টোপাধ্যায় বলেন, “লিখিত পরীক্ষায় ২৩৬৩ জন উত্তীর্ণ হয়েছে। কাউন্সেলিং হবে অক্টোবর মাসের ১৩ এবং ১৬-১৯ তারিখ পর্যন্ত। প্রথম দিন ২৪০ জনের কাউন্সেলিং নেওয়া হয়।”

প্রতিবাদ মিছিল
মূল্যবৃদ্ধি ও প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের বিরোধিতা করে শুক্রবার বাঁকুড়া শহরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার তৃণমূল সমর্থক মিছিলে যোগ দেন। উপস্থিত ছিলেন রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি অরূপ খাঁ, জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী প্রমুখ। মাচানতলা মোড়ে মিছিলের জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন। এ দিন সকালে পুরুলিয়ার জুবিলি ময়দান থেকে একই বিষয় নিয়ে মিছিল হয়। মিছিলের পুরোভাগে ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো।

মদ আটক, ধৃত ৩
বান্দোয়ান হাটে অভিযান চালিয়ে বেআইনি ভাবে ঝাড়খণ্ডে তৈরি বিলিতি মদ ও প্রচুর চোলাই বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হল। বুধবার অভিযান চালায় জেলা আবগারি দফতর। আটক করা হয় ঝাড়খণ্ডে তৈরি ৩০ লিটার বিলিতি মদ ও ১২৫ লিটার চোলাই মদ। ধৃতেরা হল তারাপদ গড়াই, নন্দলাল মানকি ও বুদ্ধেশ্বর মাহাতো। প্রথমজন বান্দোয়ান থানার শিরিষগোড়া ও বাকিরা রাজগ্রামের বাসিন্দা।

বাজার পরিদর্শন
সব্জি বাজারের উন্নয়নের পরিকল্পনা করতে বৃহস্পতিবার বলরামপুর ঘুরে গেলেন রাজ্য বিধানসভার কৃষি বিপণন ও মৎস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা। কমিটির চেয়ারম্যান বনমালি হাজরার আশ্বাস, “এখানে শীঘ্রই হিমঘর চালু করা হবে।”

গাড়ি চুরি
পুরুলিয়া শহরের রেনি রোডে বাড়ির বাইরে থেকে রবিবার রাতে একটি গাড়ি চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্মেলন
শুক্রবার পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের পঞ্চায়েতরাজ সম্মেলন হয়ে গেল পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দির হলে। আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রচার ও অন্যান্য নানা বিষয়ে আলোচনা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.