বোলপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুক্রবার ১৪১ জন হস্তশিল্পীর হাতে পরিচয়পত্র তুলে দিল ব্লক প্রশাসন। ইলামবাজার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাবলু সাঁতরা জানান, ব্লকের ৯টি পঞ্চায়েতের প্রায় বারশো হস্তশিল্পীকে পর্যায়ক্রমে এই পরিচয়পত্র দেওয়া হবে। ইলামবাজার পঞ্চায়েত সমিতিতে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুদর্শন ভট্টাচার্য, প্রধান কৃষ্ণকান্ত হাজরা প্রমুখ। পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বসিত শিল্পীরা জানান, বিভিন্ন সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা পেতে ও নিজেদের শিল্পকর্মের প্রচারে এই পরিচয়পত্র কাজে দেবে।
|
এক বধূর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে নলহাটি থানা এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ রেললাইনে কয়লা কুড়োতে গিয়েছিলেন। তখন নির্জনতার সুযোগ নিয়ে লাল্টু শেখ নামে স্থানীয় এক ব্যক্তি ওই বধূর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতেই নলহাটি থানায় অভিযোগ করেছেন ওই বধূর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
কয়েক দফা দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দিলেন আদিবাসীদের একটি সংগঠন। শুক্রবার দুপুরে স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা একটি মিছিলও করেন। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিবাসীদের স্বাভাবিক জীবনযাপনে নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা-সহ নানা দাবিতে তাঁদের এই আন্দোলন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “স্মারকলিপি পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”
|
একশো দিনের প্রকল্পে কাজ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার মানবাজার থানার ভালুবাসা পঞ্চায়েত কার্যালয়ে ডাহা গ্রামের বাসিন্দারা ঘণ্টা চারেক বিক্ষোভ দেখান। পঞ্চায়েতের প্রধান সিপিএমের নরেন কালিন্দি বলেন, “সুপার ভাইজার না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না।” |