হাতির হানা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল একটি প্রাথমিক বিদ্যালয়। বুধবার রাতে একটি দাঁতাল হাতি মেটেলি সার্কেলের খুনিয়া বনবস্তির প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে দিয়েছে। এতে স্কুলটির পঠনপাঠন প্রায় বন্ধ হতে বসেছে। গত সোমবারও স্কুলটির একটি জানালা হাতি ভেঙে দিয়েছিল। এই নিয়ে চলতি বছরে স্কুলটিতে টানা চারবার হাতির হানার ঘটনা ঘটল। স্কুলের প্রধান শিক্ষক নকুল তরফদার জানান, স্কুলে ৬৫ জন পড়ুয়া আছে। টানা হাতির হানায় স্কুল চালাতেই সমস্যা হচ্ছে। পাশেই চাপড়ামারির জঙ্গল থাকায় রাতে খুনিয়া এলাকাতে হাতির দল ঘোরাফেরা করে। মিডডে মিলের চাল খেতেই বারবার হাতি হামলা চালাচ্ছে বলে তিনি জানান। মালবাজারের মহকুমা শাসক নারায়ন বিশ্বাসও বলেন, “হাতির হানা থেকে স্কুলটিকে বাঁচাতে চাল মজুতের ঘরটিকে টং ঘরের মত করে তৈরির কথা ভাবা হচ্ছে।”
|
হরিণ মেরে ধৃত শিকারি
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
হরিণ শিকার করে বাড়িতে চলছিল রান্নার আয়োজন। ভোজের আগেই বনকর্মীরা অভিযান চালিয়ে গ্রেফতার করল এক চোরা শিকারিকে। পালিয়ে গিয়েছেন দুজন। বৃহস্পতিবার দুপুরে গদাধর বনবস্তিতে ঘটনাটি ঘটেছে। পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জের রেঞ্জ অফিসার ভবেন নার্জিনারি জানান, ধৃতের নাম কাস্তু নাগাসিয়া। বাকি দুই অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে। |