|
|
|
|
পুজোর হাওয়া পাড়ায় পাড়ায় |
|
এ বার ৬৩ বছরে |
জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন |
ভিড় টানতে |
শীতলপাটি, নলপাটি, হোগলা, সুপারির খোল, খড়ের তৈরি ৫১ ফুট মণ্ডপ। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
গুণী জন সংবর্ধনা। পরিবেশ নিয়ে
সচেতনতা প্রসারের উদ্যোগ। |
মূল্য বৃদ্ধি,
ভিড় নিয়ন্ত্রণ। |
নন্দিনী সরকার, ছাত্রী |
সকালে ঘুম থেকে উঠেই মণ্ডপে চলে আসি।
এই ক’দিন
বাড়ির
সঙ্গে সম্পর্ক বলতে
খাওয়া আর ঘুম। দশমীতে
আমরা সকলে
মিলে শোভাযাত্রা করে বিসর্জনে যাই।
|
সুতপা রায়, গৃহবধূ |
পাড়ার মেয়ে বউরা হাতে হাতে পুজোর
জোগাড় করি। খুবই আনন্দ হয়। আমরা
চাই এ পুজো শহরে প্রথম হয়, উদ্যোক্তারা
তেমন আয়োজন করলে ভাল লাগবে
|
|
প্রদীপ দত্ত, যুগ্ম সম্পাদক |
|
এই পুজোর একটি নিজস্ব
ঐতিহ্য রয়েছে।
সমগ্র আয়োজনে থাকে
রুচিশীলতা মননের ছাপ। |
|
|
বাজেট ৫ লক্ষ। |
|
|
|
|
|
|