কলেজ ছাড়তে হবে, নয়তো খুন। এমনই হুমকির চিঠি গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বাড়িতে। গত সপ্তাহে সিদ্ধান্ত মুন্দ্রা নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের মুর্শিদাবাদের বাড়িতে খুনের হুমকি দেওয়া চিঠি পৌঁছয়। আর তার পরেই কলেজ যাওয়া বন্ধ ওই ছাত্রের। প্রথমে যাদবপুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি ছাত্রের পরিবারের। ১ অক্টোবর আতঙ্কিত ওই ছাত্রের বাড়ি থেকে কান্দি থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও।
|
দুষ্কৃতির গুলিতে খুন ব্যবসায়ী |
সকালে বাড়ি থেকে বেড়িয়ে কাজে যাওয়ার পথে দুষ্কৃতিদের গুলিতে খুন হলেন এক লোহা ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়িতে। বিজয় মাহাত নামে ওই ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চার দুষ্কৃতি বাইকে চড়ে ওই ব্যবসায়ীকে খুব কাছ থেকে গুলি করে। দুটি গুলি লাগে বিজয় বাবুর। হেলমেটে দুষ্কৃতিদের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করতে পারেননি তারা।
|
খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ৩০ স্কুল ছাত্র |
দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে সিউড়ির প্রণবানন্দ প্রথমিক বিদ্যালয়ে। মধ্যাহ্নভোজের পর হঠাত্ই বমি ও পেটের ব্যাথায় আক্রান্ত হয় স্কুলের ৩০ জন আবাসিক ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বীরভূম প্রথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজা ঘোষ। হস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। |