‘ধোঁয়াশা’ জিইয়ে কেন্দ্রকে চাপ মায়াবতীর |
ইউপিএ-কে সমর্থনের প্রশ্নে ফের একবার ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জাতীয় কর্মসমিতির বৈঠকে জানান তিনি। তবে বিএসপি এখনই সমর্থন প্রত্যাহারের পথে হাঁটবে না বলেই মনে করছে কেন্দ্র। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের ভূমিকা অত্যন্ত নিরাশাজনক ও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধেও আন্দোলন চলবে বলে সাংবাদিক বৈঠকে জানালেন দলিত নেত্রী। প্রসঙ্গত কেন্দ্রের সমালোচনায় মুখর হলেও সমর্থনের বিষয়টি ঝুলিয়ে রেখে পরোক্ষে ইউপিএ সরকারকে প্রভূত চাপেই রাখলেন তিনি।
|
রুবি মোড়ে স্কুল বাস দুর্ঘটনায় আহত হয় বেশ কিছু ছাত্র। ঘটনাটি ঘটে ইএমবাইপাসে রুবি হাসপাতালের কাছে। ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি সি বাই ওয়ান রুটের বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে ও পরে ধাক্কা মারে একটি দোকানে। দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে ২০ জন ছাত্র। এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় ৫ জনকে রুবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
আজ ভোরে বাঁকুড়ার বারিকুল থেকে এক মাওবাদী সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ২১ বছর বয়সী সরোজ পাল নামে ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি গ্রামে। দীর্ঘদিন ধরেই সে মাও স্কোয়াডের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। প্রধানত তথ্য আদানপ্রদানের কাজ করত সে। বহুদিন থেকেই তাকে খুঁজছিল পুলিশ। আজ তাকে খাতড়া আদালতে তোলা হবে।
|
নতুন বাসের দাবিতে আজ খিদিরপুরে অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা। খিদিরপুর থেকে হাওড়া-শিয়ালদহগামী বাসে ওঠা যায় না বলে অভিযোগ বাসিন্দাদের। সকাল থেকেই এই ধর্মঘটের কারণে যারপরনাই নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। আটকে রাখা হয় বেশ কিছু সরকারি বাসও। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ। অবশেষে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। |