পুজোর ফ্রেম
অরবিন্দনগর
সর্বজনীন দুর্গাপুজো
ঠিকানা: মেদিনীপুর/ অরবিন্দনগর।
বয়স: ২৪তম বর্ষ।
ভিড় টানতে: স্বামী বিবেকানন্দের জন্ম-সার্ধশতবর্ষ উপলক্ষে কন্যাকুমারীর
বিবেকানন্দ রকের অনুকরণে মণ্ডপ। সপ্তমীতে আবক্ষ বিবেকানন্দ মূর্তি উন্মোচন।
সাবেক প্রতিমা। দশমীতে রাবণ-পোড়া।

খরচাপাতি: প্রায় ৮ লক্ষ টাকা বাজেট।
কোমর বেঁধে: পুজোর ক’টা দিন অনুষ্ঠানের আয়োজন করি। এলাকার ছেলেমেয়েরা তাতে যোগ দেয়। বিবেকানন্দ স্মরণেও নানা কর্মসূচি রয়েছে। সমাজসেবামূলক কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে প্রতিবারের মতো।
কার্তিক ধর
নবীন চোখে: নতুন জামা কেনা হয়েছে। তা পরে মণ্ডপে যাব। পুজোর ক’টা দিন আমাদের মাঠে বন্ধুরা আসে। খুব মজা হয়। সকলে মিলে হইচই করি। সন্ধ্যায় অনুষ্ঠান দেখি। গান শুনতে ভাল লাগে।
ঋদ্ধিব্রত নাগ
প্রবীণ চোখে: পুজো ঘিরে উৎসাহ বেড়েছে। জাঁকজমক বেড়েছে। এখন অনেক বেশি দর্শক আসেন। পুজোর প্রস্তুতিও অনেক আগে শুরু হয়ে যায়। একাত্ম হয়ে কাজ করেন সকলে। দেখতে ভাল লাগে।
জগৎরঞ্জন ভট্টাচার্য


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.