টুকরো খবর
হাতির হানা ময়নাগুড়িতে
পুজোর মুখে লাগাতার বুনো হাতির হামলায় অসহায় কুমারগ্রাম ব্লকের ময়নাবাড়ি গ্রামের বাসিন্দারা। প্রতিদিন বুনো হাতির দল খাবারের খোঁজে গ্রামে ঢুকে হামলা চালাচ্ছে। ভাঙছে ঘরবাড়ি। খেয়ে নিচ্ছে ঘরে মজুত চাল আটা নুন। সোমবার রাতে এক দল বুনো হাতি হামলা চালিয়ে তিন গ্রামবাসীর রান্না ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা জুলি লামা জানিয়েছেন, প্রতিদিন বুনো হাতির দল গ্রামে ঢুকে হামলা চালাচ্ছে। হাতির হানায় তাঁরা অতিষ্ঠ। ১০ দিন ধরে প্রতি রাতে বুনো হাতির দল গ্রামে ঢুকছে। রাত জেগে হাতি তাড়াতে হচ্ছে। এর মধ্যে ময়নাবাড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ঘরের প্রাচীর ভেঙে ২ কুইন্টাল মিড ডে-র চাল খেয়ে হাপিস করেছে। এ ছাড়া ১৫ বিঘা পাকা ধান খেয়ে নিয়েছে। তিন গ্রামবাসীর রান্নাঘর ভেঙে নুন, চাল ও আটা খেয়েছে। এ ভাবে হাতির হানা চলতে থাকলে এ বার আমাদের পুজোর আনন্দ মাটি হবে। বন দফতর সুত্রে জানা গিয়েছে, প্রতি রাতে হাতির দল ওই গ্রামে ঢুকে হামলা চালাচ্ছে। রাত টহল দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের হাতে সার্চলাইট ও পটকা দেওয়া হয়েছে। উত্তর রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার সুজিত পাল জানান, বন দফতর থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

খাঁচায় বাঘিনি
—নিজস্ব চিত্র।
সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালিতে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে এই বাঘিনিটি। বন দফতর ও গ্রামবাসী সূত্রের খবর, কয়েক দিন ধরেই বাঘিনিটি জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে এসে গ্রামে হানা দিচ্ছিল। এ নিয়ে গ্রামে আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীদের আতঙ্ক দূর করতে শেষ পর্যন্ত বন দফতর বাঘিনিটিকে ধরতে খাঁচা পাতে। মঙ্গলবার ভোরে গ্রামবাসী ও বনকর্মীরা খাঁচাবন্দি অবস্থায় দেখেন বাঘিনিটিকে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ ২৪ পরগনার ডিএফও লিপিকা রায় বলেন, “পাঁচ বছর বয়স্ক বাঘিনিটিকে চিকিৎসকেরা পরীক্ষা করছেন। সব ঠিক থাকলে আজ, বুধবার সেটিকে কলস জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
তথ্য সামসুল হুদা।

চোরাই কাঠ উদ্ধার
পিক-আপ ভ্যান ধাওয়া করে প্রায় দেড় লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বনকর্মীরা সোমবার রাতে ঘটনাটি ঘটে পোরো বস্তির কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। বন্যপ্রাণী তিন নম্বর বিভাগে কোদালবস্তি রেঞ্জ অফিসার সুরঞ্জন সরকার জানান, রাত ৮টা নাগাদ তাঁদের কাছে কাঠ পাচারের খবর পৌঁছয়। নিমতি মোড় থেকে তাঁরা একটি গাড়িকে ধাওয়া করেন। গাড়িটি বহু দূর গিয়ে পোরো বস্তির কাছে থামে। গাড়ির চালক ও কাঠ পাচারকারীরা জঙ্গলে গা ঢাকা দেয়। প্রচুর সেগুন কাঠ উদ্ধার করা হয়।

জঙ্গলে ছাড়া হল সম্বর
—নিজস্ব চিত্র।
গরুমারা জাতীয় উদ্যানে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের ৪টি সম্বরকে মঙ্গলবার জঙ্গলে ছাড়া হল। পর্যবেক্ষণ কেন্দ্রের ৩টি সম্বর এবং ১৫টি স্পটেড ও বার্কিং ডিয়ারকেও জঙ্গলে ছাড়া হবে বলে জানান জলপাইগুড়ি বন্যপ্রানী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক।

বাঘ সংরক্ষণে
কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে বাঘ সংরক্ষণে নতুন নির্দেশিকা দিতে বলল সুপ্রিম কোর্ট। বাঘ সংরক্ষিত এলাকায় পর্যটনে নিষেদ্ধাজ্ঞা পরিবর্তন হতে পারে।

জীবাশ্মের সন্ধান
একটা বোলতাকে খেতে যাচ্ছিল মাকড়সাটি। তখনই প্রকৃতির রোষে মারা যায় সে। ১০ কোটি বছর পর সন্ধান মিলল ডাইনোসর যুগের ওই মাকড়সাটির অবিকৃত জীবাশ্মের।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.