আজকের শিরোনাম
‘অনড়’ বামেরা, আজ সভা হচ্ছেই
কলকাতা পুরসভার ‘দুর্নীতি’-র অভিযোগে সরব বামেরা কলকাতা পুরসভার সামনে সভা করার জন্য অনুমতি চেয়েছিল। আইন শৃঙ্খলার অবনতির ‘আশঙ্কায়’ পুলিশ সেই অনুমতি দেয়নি। আজ সকালে পুরসভার সামনে মঞ্চ বানাতেও বাধা দেয় পুলিশ। লাগাতে দেওয়া হয়নি দলীয় পতাকা, ফেস্টুন। তবুও সভা করতে বদ্ধপরিকর বামেরা মঞ্চ ছাড়া, মাইক ছাড়াই সভা করবেন বলে দলীয় সূত্রে খবর। সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, ‘এ ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।’

দুঃসাহসিক চুরি সিঁথিতে
দক্ষিণ হোক বা উত্তর কলকাতা, অপরাধের অভিযোগ বাড়ছে সর্বত্রই। গত রবিবার কসবার বোসপুকুরে মহিলাকে সর্বস্বান্ত করে এক ট্যাক্সিচালক। এর পর গত কাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে সিঁথির কালীচরণ ঘোষ রোডে। তালা ভেঙে নয়, বাড়ির গ্রিল খুলে পরিবারের সকলকে অচৈতন্য করে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের গয়না এবং নগদ দেড় লক্ষ টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বহু দিন ধরে বাড়িটির উপর নজর রেখে পরিকল্পিত ভাবেই এই কাণ্ড ঘটানো হয়েছে। বাড়ির সংলগ্ন একটি ক্লাবের ছাদ ব্যবহার করা হয়েছিল বলেও পুলিশ সূত্রের খবর। পাশাপাশি গ্রিল খোলার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

ঝড়খালিতে খাঁচাবন্দি বাঘ
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন গ্রাম ঝড়খালিতে একটি রয়্যাল বেঙ্গল বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। বন দফতরে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। বাঘটিকে ধরার জন্য তাঁরা ফাঁদ পাতেন। অনেক চেষ্টার পর সেই ফাঁদে ধরা পড়ে বাঘটি। সেটিকে এখন আবার জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.