টুকরো খবর
বোলপুরের গ্রামে ডায়েরিয়ার প্রকোপ
ডায়েরিয়ার প্রকোপ দেখা দিল বোলপুরের কসবা গ্রামপঞ্চায়েতের বাঁধেরপাড় এলাকায়। শনিবারই ওই এলাকায় অন্তত ১৫ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। বোলপুরের সহ-মুখ্যস্বাস্থ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, “এখনও পর্যন্ত কসবা ও বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে ৬ জন চিকিৎসাধীন। ডায়েরিয়ার উৎস খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এলাকায় স্বাস্থ্য বিভাগের একটি দল প্রতিষেধক ব্যবস্থা ও জনসচেতনতা গড়ার কাজে নেমে পড়েছে। ডায়েরিয়া যাতে ছড়িয়ে না পরে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তাঁর নির্দেশে স্বাস্থ্য বিভাগের একদল কর্মী আক্রান্ত গ্রামে গিয়ে জনসচেতনতা বাড়ানো-সহ প্রতিকারের ও প্রতিষেধকের ব্যবস্থা শুরু করেছেন। কসবা গ্রামপঞ্চায়েত সূত্রে খবর, শুক্রবার রাত থেকে পঞ্চায়েতের আদিবাসী অধুষ্যিত এলাকা বাঁধেরপাড়ে ডায়েরিয়ার প্রকোপ দেখা দেয়। ওই গ্রামের লিপিগা মুর্মু (৬০) ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি। যদিও সরকারি ভাবে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। পাশেই বেরগ্রামের বাসিন্দা বিকাশ মণ্ডল, বাবলু বেসরা, মটর মুর্মুরা জানান, ওই গ্রামে কমপক্ষে ১৫ জন ডায়েরিয়ায় আক্রান্ত। তাঁদের কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ দিকে, রবিবারই মালা উপস্বাস্থ্যকেন্দ্র ও বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একদল স্বাস্থ্যকর্মীকে এলাকা পরিদর্শনে পাঠানো হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগ ও এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলির উদ্যোগে ব্লিচিং দেওয়া-সহ নানা ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

মা-শিশুর স্বাস্থ্য নিয়ে কর্মসূচি
—নিজস্ব চিত্র।
‘মা ও শিশুর স্বাস্থ্য এবং তাঁদের সামাজিক সুরক্ষা’ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত হল হুগলির শ্রীরামপুরের আইএমএ ভবনে। ওই সংগঠন এবং শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ওই অনুষ্ঠান হয় গত ২ অক্টোবর। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায় জানান, আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়। এসেছিলেন অভিভাবকেরাও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমাশাসক জয়সি দাসগুপ্ত, চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস রায়, আইএমএ-র শ্রীরামপুর শাখার সম্পাদক প্রদীপকুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকেরা। ‘নারী ও শিশুদের যত্ন’ নেওয়া কতটা জরুরি, সে বিষয়ে আলোকপাত করেন সব বক্তাই। পাশাপাশি, বাল্যবিবাহ এবং শিশুশ্রম রোধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তাঁরা উল্লেখ করেন। অকাল মাতৃত্বের ঝুঁকি নিয়ে নাটক পরিবেশন আইসিডিএস প্রকল্পের কর্মীরা। নাটকের নাম ‘টুসি’। ক্যুইজ হয় মহকুমার বিভিন্ন জায়গার আইসিডিএস প্রকল্পের কর্মীদের নিয়ে। বক্তৃতা প্রতিযোগিতাও হয় এই উপলক্ষে।

প্রসূতি ভাতা নিয়ে বিরোধ
জননী সুরক্ষা যোজনায় টাকার বরাদ্দ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের মন্তব্যে বিতর্ক বাধল। জঙ্গিপুর উপনির্বাচনে প্রচারে এসে রবিবার সরকারি হাসপাতালে মাতৃত্বকালীন ভাতা এ রাজ্যে পুরো দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন গুলাম নবি। বড়ঞাতে নিবার্চনী প্রচারে গিয়ে তিনি দাবি করেন, “কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে প্রসূতি পিছু ১৪০০ টাকা করে দেয়। কিন্তু এ রাজ্যে সরকারি হাসপাতালে মা হয়েছেন, এমন প্রসূতিরা পান মাত্র ৫০০ টাকা করে, এমনই অভিযোগ পেয়েছি।” রাজ্যের স্বাস্থ্য কর্তারা অবশ্য দাবি করেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণ ভুল হিসাব দিয়েছেন। স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা বলেন, নিয়ম অনুযায়ী প্রসূতির যেমন ৭০০ টাকা পাওয়ার কথা, তেমন গ্রামীণ স্বাস্থ্যকর্মীদেরও (আশা) প্রসব পিছু ৬০০ টাকা করে দেওয়া হয়। অর্থাৎ দুই মিলিয়ে ১৩০০ টাকা হয়। তবে কেন্দ্রীয় মন্ত্রী হয়তো সেটাই না বুঝে ১৪০০ টাকা বলেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ সব বলা হচ্ছে। যেহেতু কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আমরা সমর্থন প্রত্যাহার করেছি, সেই জন্যই ওরা এখন এখানকার মানুষকে বিভ্রান্ত করছেন। যদি ১৪০০ টাকাই পাওনা হয়, আমরা তা না দিই, তা হলে এত দিন ধরে কেন্দ্র তাদের অনুদান বজায় রাখছে কী করে?”

স্বাস্থ্যশিবির
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় শনিবার সারেঙ্গা থানার তেলিজাত গ্রামে স্বাস্থ্য শিবির হল। ওই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৮৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওষুধও দেওয়া হয়। শিবিরে হাজির ছিলেন এসডিপিও (খাতড়া) কল্যাণ সিংহরায়, সারেঙ্গা থানার আইসি রজতকান্তি পাল প্রমুখ।

আলোচনাচক্র
ডেঙ্গি হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই। তবে বাড়িতে অবশ্যই তার চিকিৎসা করাতে হবে। রোগীর প্রতি কড়া নজর রাখতে হবে। ইনস্টিটিউট অফ ফার্মেসি আয়োজিত ‘ডেঙ্গি ও ম্যালেরিয়া’ শীর্ষক এক আলোচনাচক্রে শনিবার নদিয়ার কল্যাণীতে এ কথা বলেন, ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার সহকারী সভাপতি দীপঙ্কর চক্রবর্তী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.