টুকরো খবর
চুরি চক্রে ধৃত দুই
জাতীয় সড়কে চলন্ত ট্রাক থেকে চা পাতার ব্যাগ চুরি করার একটি চক্রের সঙ্গে যুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটে বাগডোগরা থানার হাঁসখাওয়া এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের নাম বাবলু ঘোষ এবং বিপ্লব ঘোষ। বাবলুর বাড়ি নকশালবাড়ির কার্গিল মোড়ে। বিপ্লবের বাড়ি নকশালবাড়ির পূর্ব বাবুপাড়ায়। ধৃতদের কাছ থেকে ৪০ কেজির ৩০ বস্তা চা পাতা উদ্ধার করা হয়েছে। একটি ছোট গাড়িও আটক করা হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র বেশ কিছু চলন্ত ট্রাকে ওঠে চা পাতার ব্যাগ চুরি করছিল বলে আমরা অভিযোগ পেয়েছি। সাতটি অভিযোগ বাগডোগরা থানায় জমা পড়েছে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক খারাপের সুযোগ নিয়ে গত দুই মাস ধরে বাগডোগরায় চলন্ত ট্রাক থেকে চা পাতার ব্যাগ চুরির একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। বাগডোগরা থানার মণি মোড় থেকে হাঁসখাওয়া পর্যন্ত রাস্তার হাল খুবই খারাপ। ওই রাস্তায় যে কোনও গাড়ি ধীরে চলাচল করে। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ট্রাকে চেপে চা পাতার বস্তা চুরি করে। চা পাতা ছাড়াও অন্য জিনিসপত্রের বস্তাও তারা চুরি করেছে বলে অভিযোগ। ওই দিন রাতে ছোট গাড়ি নিয়ে ফের ট্রাকে চাপার চেষ্টা করছিল তারা। সে সময় পুলিশ অভিযান চালিয়ে বাবলুকে গ্রেফতার করে। বাকি ৩ জন পালিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে বিপ্লবের হদিশ পায় পুলিশ। তার নকশালবাড়িতে চায়ের দোকান রয়েছে। সেখানে চুরির জিনিসপত্র বিক্রি করত দুষ্কৃতীরা। ৩০ বস্তা চা পাতা উদ্ধার করেছে পুলিশ।

দেহ মিলল ওসি’র
গাড়ি দুর্ঘটনায় তিস্তায় তলিয়ে যাওয়া রিয়াং ফাঁড়ির ওসি শিবসাগর ছেত্রীর (৪৮) খোঁজ মিলল। রবিবার সকালে দার্জিলিংয়ের মংপংয়ে নদীর ধারে ওই মৃতদেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ওই ঘটনায় এনএইচপিসির এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌমেন বন্দ্যোপাধ্যায় এবং জিপের চালক গৌতম ছেত্রী নিখোঁজ রয়েছেন। গত ২৯ সেপ্টেম্বের রাতে আইনশৃঙ্খলার একটি বৈঠক সেরে কালিম্পং থেকে ফেরার পথে রম্ভিতে জিপ তিস্তায় পড়ে যায়। তারপর থেকে টানা তল্লাশি চালানো হয়। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “তিস্তায় টানা তল্লাশি চালানো হচ্ছে। বাকি দু’জনের খোঁজ চলছে।”

স্কুলে গোলমাল
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল বাধল। রবিবার রাতে জলপাইগুড়ির কোতোয়ালি থানার বাহাদুর এলাকায় মুন্নাস হ্যাপিহোম স্কুলে ঘটনাটি ঘটেছে। এ দিন ওই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন ছিল। তৃণমূল মনোভাবাপন্ন প্রার্থী এবং তাঁদের অনুগামীদের অভিযোগ, এ দিন রাতে গণনার সময় তাঁদের পক্ষে থাকা ব্যালট পেপারগুলি লুকিয়ে রাখে নির্বাচনের দায়িত্বে থাকা স্কুল কর্তৃপক্ষে একাংশ। ওরা বামেদের হয়ে কাজ করছিল। বাম মনোভাবাপন্ন প্রার্থীদের পাল্টা অভিযোগ, তৃণমূলের লোকজন গণনার ঘরে ঢুকে কিছু ব্যালট পেপার ছিঁড়ে দিয়েছে। তা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। উভয়পক্ষে হাতাহাতি শুরু হয়। গোলমালে জখম স্কুলের ১ জন পার্শ্ব শিক্ষককে তখনই জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই স্কুল নির্বাচনে গোলমাল হওয়ায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।” স্কুল সূত্রেই জানা গিয়েছে, কংগ্রেস, তৃণমূল এবং বাম মনোভাবাপন্ন প্রার্থীরা আলাদাভাবে লড়ে। গণনার সময় কারচুপির অভিযোগেয় তৃণমূল এবং বাম মনোভাবাপন্নদের মধ্যে গোলমাল শুরু হয়।

ফাঁকা ফ্ল্যাটে চুরি
ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা ও সোনার অলঙ্কার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। রবিবার সকালে শিলিগুড়ি থানার বাবুপাড়ার ঘটনাটি জানাজানি হয়। বাড়ির মালিক গজেন্দ্র প্রসাদ সিংহ গত ২৩ সেপ্টেম্বর সপরিবারে চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান। আজ, সোমবার তিনি বাড়িতে ফিরবেন। এদিন স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানকে পুলিশে খবর দেন। দুষ্কৃতীরা শোওয়ার ঘরের দিকে থাকা একটি দরজার তালা ভেঙে ভিতরে ঢুকেছে। লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে গজেন্দ্রবাবু অভিযোগ জানিয়েছেন। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “তদন্ত শুরু করা হয়েছে।” এদিন খালপাড়ার একটি দোকানেও চুরির ঘটনা ঘটে।

দোকানে চুরি
কাপড়ের দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকার পোশাক, বেল্ট, চশমা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। রবিবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের শোভাগঞ্জেয়। মালিক অভিজিৎ গোলোই প্রতিদিন রাতে দোকানেই ঘুমোন। রাতে দোকানে পোকা ঢোকায় তিনি বাড়ি চলে যান। ভোরে দোকানে এসেই দেখেন দরজা ভাঙা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দলবদল, দাবি
তরাই চালক সংগঠনের কর্মীরা তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি করলে সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অরূপরতন ঘোষ। রবিবার সুকনার মেথিবাড়িতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা যোগদান করেন। বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছে মোর্চা।

অস্বাভাবিক মৃত্যু
জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। রবিবার সকালে মৃতদেহটি উদ্ধার হয় আলিপুরদুয়ার শহর সংলগ্ন নোনাই এলাকা থেকে। মৃতের নাম রোমান তিরকে (৩০)। বাড়ি হাতিপোতায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.