টুকরো খবর
বিধি মেনে পুজো করলে মিলবে পুরস্কার
বিধি মেনে পুজোর আয়োজন করলে সংশ্লিষ্ট পুজো কমিটিকে আর্থিক ভাবে পুরস্কৃত করা হবে বলে জানাল পুরুলিয়া জেলা পুলিশ। রবিবার পুলিশের অতিথি নিবাস ক্ষণিকাতে পুরুলিয়া শহর ও শহরতলির পুজো কমিটির প্রতিনিধিদের কাছে পুলিশের তরফে এই ঘোষণা করা হয়। বৈঠকে ইদুজ্জোহা উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবোধেশ পাঠক বলেন, “পুরুলিয়া শহর ও শহরতলির যে পুজো কমিটি বিধি মেনে পুজো করবে, তাঁদের মধ্যে তিনটি পুজো কমিটিকে আমরা পুরস্কৃত করব।” পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁরা মণ্ডপসজ্জা, প্রতিমার বৈচিত্র্য কিংবা পুজো ভাবনার তুলনায় বিধি মেনে পুজোর আয়োজন করার বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন। পুলিশ সূত্রের খবর, দুর্গাপুজো ও ঈদুজ্জোহা কমিটির প্রতিনিধিদের পুলিশের পক্ষ থেকে ২০টি করে ব্যাজ দেওয়া হবে। ওই ব্যাজ পরে কমিটির স্বেচ্ছাসেবকরা মণ্ডপ চত্বরে থাকবেন। এতে পুলিশকর্মীদের পক্ষে স্বেচ্ছাসেবকদের চিহ্নিত করা সহজ হবে। পরিত্যক্ত বা সন্দেহজনক কোনও জিনিস নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকর্মীদের তা জানাতে বলা হয়েছে। ওই বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার অবধেশ পাঠক ছাড়াও পুরুলিয়ার পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়, পুরুলিয়া সদর থানার ওসি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দমকল ও বিদ্যুৎ দফতরের অধিকারিকেরা উপস্থিত ছিলেন।

বেতন নিয়ে ক্ষোভ
মাস শুরুর পরে এক সপ্তাহ পেরিয়ে গেলেও বেতন না মেলায় ক্ষোভ ছড়িয়েছে মানবাজার ব্লকের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। তাঁদের ক্ষোভ, মাসের শুরুতেই তাঁরা বেতন পেয়ে যান। কিন্তু পুজোর মুখে এ বার বেতন না হওয়ায় তাঁরা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। মানবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ সিং হাঁসদা বলেন, “ব্লকের স্বাস্থ্যকর্মীদের বেতন বিলে কিছু ত্রুটি থাকায় পুরুলিয়া ট্রেজারি অফিস আপত্তি জানিয়েছিল। পরে সংশোধিত বিল জমা দেওয়ার পরে ট্রেজারি ওই বিল মঞ্জুর করে। আশা করছি শীঘ্রই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের টাকা জমা পড়ে যাবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানবাজার ব্লকে ১২৫ জন স্বাস্থ্যকর্মী (আশা কর্মী বাদ দিয়ে ) রয়েছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপনকুমার ঝরিয়াত বলেন, “মানবাজার ব্লকের স্বাস্থ্যকর্মীদের বেতন হয়নি বলে জানতাম না। ঠিক কী হয়েছে খোঁজ নিচ্ছি।”

বালক উদ্ধার
আত্মীয়ের বাড়ি থেকে পালিয়ে যাওয়া এক বালককে উদ্ধার করে তার মায়ের হাতে ফিরিয়ে দিল পুরুলিয়া জেলা শিশু কল্যাণ সমিতি। সমিতি সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর খড়গপুরের কাছে গিরি ময়দান রেলষ্টেশন থেকে বছর দশেকের এক বালককে উদ্ধার করে খড়গপুর রেল পুলিশ। তাঁকে মেদিনীপুর হোমে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে হোমের কর্মীরা তার পরিচয় জানতে পারেন। পুরুলিয়া জেলা শিশু কল্যাণ কমিটির সদস্য শ্রীকান্ত গড়াই বলেন, “বালকটি নাম মঙ্গল সিংহ। তার বাড়ি ঝাড়খণ্ডের ভাগায়। বাবা অসুস্থ, মা পরিচারিকার কাজ করেন। মঙ্গল পুরুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকত। সম্ভবত সেখানে কেউ তাকে বকাঝকা করায়, সে কাউকে না জানিয়ে পালিয়ে গিয়েছিল।” তিনি জানান, এরপরেই মঙ্গলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে শনিবার তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সিপিএমের সভা
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার বান্দোয়ানের ঝা স্কুল লাগোয়া মাঠে সভা করল সিপিএমের বান্দোয়ান জোনাল কমিটি। ঝাড়গ্রামের সংসদ পুলিনবিহারী বাস্কে অভিযোগ করেন, “দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূমিকা ইতিবাচক নয়। চটকদারি রাস্তায় হাঁটতে গিয়ে রাজ্য সরকার বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।” বান্দোয়ানের বিধায়ক সুশান্ত বেসরা জঙ্গলমহলের রাস্তাগুলির সংস্কার হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। সিপিএমের জেলা সম্পাদক মনীন্দ্র গোপ-সহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

বিষ্ণুপুরে আগুন
রান্নাঘরে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটল বিষ্ণুপুরের মটুকগঞ্জ এলাকায়। রবিবার সকালের ঘটনা। খবর পেয়ে দমকল কর্মীরা ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নেভান। দমকল সূত্রে জানা গিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বেরিয়ে আগুন লেগেছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.