মেসি ২ : রোনাল্ডো ২
আমার ভোটটা কিন্তু
সি আর সেভেনই পাবে
বিবারের এল ক্লাসিকো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে সন্ধে নাগাদ জোহান ক্রুয়েফের একটা মন্তব্য ইন্টারনেটে চোখে পড়ল। লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলকে বোঝাতে গিয়ে স্রেফ একটা লাইন ব্যবহার করেছেন তিনি। লিখেছেন, “ফুটবলবিশ্বে বাকিদের চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে ওরা।”
রাতে ম্যাচ রিপোর্ট লিখতে বসে মনে হচ্ছে, কথাটা একশো ভাগ সত্যি। আর এখন কেন, ওদের দু’জনের মধ্যে যে ধরনের তীব্র ঠোকাঠুকি চলছে, তা আগামী কয়েক প্রজন্মে দেখতে পাব কি না সন্দেহ। আসলে একই প্রজন্মে প্রায় সমান দক্ষ দুই ফুটবলারের এমন রেষারেষি তো বিশেষ দেখা যায় না। ওরা দু’জন সত্যিই অন্য উচ্চতায় ফুটবলটা খেলে। এখন বাকি যাদের দেখছি, তাদের পক্ষে ওই উচ্চতায় পৌঁছনো কোনও দিনই সম্ভব নয়। গত কয়েক দিন ধরেই দেখছিলাম, বিভিন্ন কাগজে, চ্যানেলে তুমুল মাতামাতি চলছে এল ক্লাসিকো নিয়ে। বাজি ধরা চলছে মেসি-রোনাল্ডোকে নিয়ে। দুই মহাতারকার মহাযুদ্ধে কে জিতবে? মেসি? নাকি সি আর সেভেন?
বাকি বিশেষজ্ঞরা কী বলবেন জানি না, তবে এ বারের লা লিগার প্রথম এল ক্লাসিকোতে আমার ভোটটা রোনাল্ডোর দিকেই থাকবে। মেনে নিচ্ছি, আজ বার্সার হাতে পুওল ছিল না। জেরার পিকে ছিল না। দানি আলভেজকেও প্রথম কয়েক মিনিটের পর তুলে নেন বার্সা কোচ টিটো ভিলানোভা। অর্থাৎ মুমূর্ষু রক্ষণ। কিন্তু তার পরেও একটা ব্যাপার থাকে। মেসিরা খেলল ঘরের মাঠে। তুমুল দর্শক সমর্থন সঙ্গে নিয়ে। সেখানে দু-দু’টো অসাধারণ গোল করা সহজ ছিল না রোনাল্ডোর পক্ষে। প্রথম গোলটা তো অবিশ্বাস্য।
মহাযুদ্ধের মহামুহূর্তে।
বক্সে বাঁ দিক থেকে রোনাল্ডো যে বাঁ পায়ে গোলার মতো শটটা নিল, সেটা একমাত্র ওর পৃথিবীতেই সম্ভব। আর দ্বিতীয় গোলটা করার ঠিক আগে কাঁধে চোট পেয়েছিল সি আর সেভেন। কিন্তু সেই চোট নিয়েও রোনাল্ডোর উপহার আরও একটা দুর্ধর্ষ গোল। অক্লেশে বার্সা ডিফেন্ডারদের স্কিলে ছিটকে দিয়েছে। রোনাল্ডোকে মেরেও লাভ হয়নি। এল ক্লাসিকোয় এই নিয়ে টানা ছ’টা ম্যাচে গোল করে গেল পর্তুগিজ সুপারস্টার। যা রেকর্ড। প্রতিভা কোন মাপের হলে এ জিনিস সম্ভব? আমার তো মনে হয় এটা রোনাল্ডোর দুর্ভাগ্যই যে, ও মেসির প্রজন্মের ফুটবলার। স্বীকৃতিটা তাই ভাগাভাগি হয়ে যায়। আর দশ বছর আগে বা পরে জন্মালে রোনাল্ডোকে কেউ ছুঁতে পারত বলে মনে হয় না। এই যে প্রতি মিনিটে মেসির সঙ্গে ওর তুলনা হচ্ছে, সেই চাপটাও থাকত না রোনাল্ডোর উপর।
তা বলে কি মেসি আজ পারেনি? মোটেও সে কথা বলছি না। রোনাল্ডো আজ দশে আট পেলে, মেসি পাবে সাত। আর পাঁচটা এল ক্লাসিকো যে মানের হয়, সেই পর্যায়ে আজকের ম্যাচটা পৌঁছতে পারেনি। দু’টো টিমই চেষ্টা করেছে, গোল দিয়ে নিজেদের ‘লিড’ ধরে রাখার। কিন্তু ম্যাচটা রিয়াল জিততেও পারত। প্রথম আধ ঘণ্টায় তো মনে হচ্ছিল, বার্সেলোনাকে ঘরের মাঠেই নাকানিচোবানি খাইয়ে ছাড়বে সি আর সেভেন। বার্সার ডিফেন্স বলে রবিবার কিছুই ছিল না। কিন্তু তবু বার্সা বেঁচে গেল, কারণ ওদের একটা লিওনেল মেসি ছিল। একা তিন চার জনকে কাটিয়েছে। সোয়ার্ভিং ফ্রিকিক থেকে গোল পেয়েছে। কিন্তু ভুবনভোলানো পাসগুলো আজ ওর থেকে পাইনি। চেনা সেই ধারালো ভাবটাও সে ভাবে চোখে পড়ল না।
মেসি ফ্যানদের মন খারাপ হতে পারে, কিন্তু আজ অন্তত রোনাল্ডোকে এগিয়ে না রেখে পারছি না।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.