জাল নথি দেখিয়ে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত নথি জাল করে হাসপাতালের কাজে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে শনিবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এক যুবককে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। যুবকের নাম শুভঙ্কর সাহা। শুক্রবার দুপুরে তিনি মেডিক্যাল সুপার পার্থ প্রধানের কাছে এসে কাগজপত্র দেখান। তাঁর দাবি ছিল, স্বাস্থ্য অধিকর্তা ইউরোলজি বিভাগে লোয়ার ডিভিশন পদের জন্য তাঁকে নির্বাচন করেছেন।
হাসপাতাল সূত্রের খবর, যুবকের কাছে এক সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও কনফার্মেশনের চিঠি দেখে সন্দেহ হয়। অ্যাপয়েন্টমেন্টের তারিখের থেকে কনফার্মেশনের তারিখ ছিল আগে। চিঠিতে স্বাস্থ্যভবনকে ‘শাস্তিভবন’ লেখা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বেনিয়াপুকুর থানা ও স্বাস্থ্যভবনকে জানান। স্বাস্থ্য অধিকর্তার অফিস জানায়, এই রকম কাউকে মনোনীত করা হয়নি। শনিবার ওই যুবক কাজে যোগ দিতে এলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। |
হাসপাতালে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়স্বজনের বিরুদ্ধে। শুক্রবার রাতে বোলপুর মহকুমা হাসপাতালের ঘটনা। ভাঙচুরে ওই বিভাগের চেয়ার, টেবিল, কম্পিউটার-সহ নানা আসবাব ক্ষতিগ্রস্ত হয়। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। তবে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ হয়নি। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভাঙচুর হয়। সুপার সুদীপ মণ্ডল বলেন, “কারণ ছাড়াই হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।” |
দুধে অ্যালার্জি রুখতে গরুর জিনে খোদকারি
সংবাদসংস্থা • লন্ডন |
দুধ থেকে হওয়া অ্যালার্জি রুখতে এক নয়া পথের সন্ধান দিলেন নিউজিল্যান্ডের এক দল বিজ্ঞানী। না, কারুকার্যটা দুধে নয়। গরুতে! বিটা-ল্যাক্টোগ্লোবিউলিন নামে গরুর দুধে একটি প্রোটিন থাকে। এরই ফলে অ্যালার্জিতে আক্রান্ত হন অনেকে। গরুর জিনের যে অংশে বিটা-ল্যাক্টোগ্লোবিউলিন তৈরির সঙ্কেত থাকে, তার পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এর ফলে উৎপাদিত দুধে ওই প্রোটিন অনুপস্থিত থাকে। বিজ্ঞানীদলের কথায়, এটা একটা যুগান্তকারী পরীক্ষা। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস বিজ্ঞানপত্রিকায় সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। |
এসিতে আগুন, আতঙ্ক হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এসি মেশিনের আগুনে আতঙ্ক ছড়াল এসএসকেএম হাসপাতালে। শনিবার সকালে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পাশে অ্যানিম্যাল বিল্ডিংয়ের ঘটনা। দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি সামলায়। দমকল জানায়, বেলা সওয়া বারোটা নাগাদ ওই ভবনের একটি এসি মেশিন থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখা যায়। |
শনিবার সন্ধ্যায় পথেই প্রসব করলেন এক তরুণী। এন্টালির ডেভ লেনের ঘটনা। তরুণীর নাম পূর্ণিমা দেবী, বয়স ২২ বছর। মা ও শিশুকে পুলিশ ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করে। দু’জনেই সুস্থ আছে। |