|
|
|
|
দুর্নীতির অভিযোগ, জামাইয়ের পাশেই দাঁড়ালেন সনিয়া |
নিজস্ব প্রতিবেদন |
সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন অণ্ণা হজারে শিবিরের প্রাক্তন সদস্য অরবিন্দ কেজরিওয়াল ও প্রশান্ত ভূষণ। তাৎপর্যপূর্ণ ভাবে কেজরিওয়াল-প্রশান্তের পাশে দাঁড়িয়েছে বিজেপি।
প্রশান্ত ও কেজরিওয়ালের দাবি, রবার্টকে কোনও জামানত ছাড়াই ৬৫ কোটি টাকা ঋণ দিয়েছে নির্মাণ সংস্থা ডিএলএফ। ওই ঋণের জন্য রবার্টকে কোনও সুদ দিতেও হবে না। ওই টাকা নিজের ও মায়ের নামে নথিবদ্ধ কয়েকটি সংস্থায় বিনিয়োগ করেছেন বঢরা। মাত্র ৫০ লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু করা ওই সংস্থাগুলির হিসেব পরীক্ষা করেছেন প্রশান্ত। তাঁর দাবি, ডিএলএফের দেওয়া ঋণের সুদ ছাড়া সংস্থাগুলির কোনও বৈধ আয় নেই।
কেজরিওয়াল-প্রশান্তের দাবি, ওই টাকা দিয়ে ৩১টি সম্পত্তি কিনেছেন রবার্ট। তার মধ্যে রয়েছে ডিএলএফের তৈরি পাঁচটি ফ্ল্যাট। ফ্ল্যাটগুলির বাজার দর ৩৫ কোটি টাকা হলেও রবার্ট সেগুলি কিনেছেন মাত্র ৫ কোটি টাকায়। কেজরিওয়াল শিবিরের প্রশ্ন, কেন রবার্টকে এত সুযোগ-সুবিধা দিল ডিএলএফ। তাঁদের বক্তব্য, দিল্লি, রাজস্থান ও হরিয়ানার কংগ্রেস সরকারের কাছ থেকে পাওয়া সুবিধার বদলে রবার্টকে সাহায্য করে থাকতে পারে ওই সংস্থা। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
রবার্টের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্রুত জলঘোলা হতে শুরু করে। কেজরিওয়াল-প্রশান্তের সুরেই বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন, ডিএলএফ রবার্টকে দান খয়রাত করবে কেন। তারা কি অন্য ব্যবসায়ীদেরও দান-খয়রাত করে। বিজেপি-র অভিযোগ, রবার্টের সঙ্গে সম্পর্কের ফলে রীতিমতো লুঠ চালিয়েছে ডিএলএফ। তাতে অনুমোদন দিয়েছেন সনিয়া গাঁধী। রবার্ট এখন দিল্লিতে নেই। বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়াও জানাননি তিনি। কিন্তু, কংগ্রেস নেতাদের পুরোপুরি তাঁর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন সনিয়া। আজ সাত নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে কংগ্রেস কোর গ্রুপের বৈঠক ছিল। কংগ্রেস সূত্রে খবর, সেই বৈঠকেই সনিয়া বলেন রবার্ট নির্দোষ। ক্ষমতার কোনও অপব্যবহার তিনি করেননি। |
|
|
|
|
|