|
|
|
|
|
|
তিনি বলেন
|
স্যার, আপ ইয়াদ রাখিয়ে
আপ কিসিসে কম নহি। |
সন্তোষ নিম্বলকর |
প্রসঙ্গ এক দিনের দারোগা |
|
|
|
|
|
দিন যেমন
অসীম দাস
|
আজকের রাশি: বৃষ।
নক্ষত্র: রোহিণী।
শুভ রং: সবুজ, আকাশি ও সাদা।
এড়িয়ে চলুন: হলুদ ও ঘন লাল।
শুভ সংখ্যা: ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৮। |
আজ দাম্পত্যে অশান্তি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ। রাজনৈতিক ব্যক্তিরা সাবধানে মন্তব্য করুন। নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনা করতে পারেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে সতর্ক হোন। মানসিক উত্তেজনা প্রশমন করুন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
বেড়েছে পুজো
এ বৎসর কলিকাতায় সার্বজনীন পূজার সংখ্যা গত বৎসরের তুলনায় শতকরা ৬ ভাগের মতো বাড়িয়াছে। গত বৎসর ছিল ৬১২, এ বৎসর ৬৫০। পূজার তিনদিন শান্তিরক্ষায় ৬ হাজার পুলিস বহাল হইতেছে। প্রতিমা নিরঞ্জনের দিন সংখ্যাটা ১০ হাজার করা হইবে। ১১টি বৃহৎ মণ্ডপের ১টিতে টেলিফোন সহ পুলিসের তাঁবুর ব্যবস্থা হইয়াছে। পূজার চারদিন ৬টা হইতে রাত ১০টা পর্যন্ত মাইক চলিবে।
—আনন্দবাজার পত্রিকা, ৫ অক্টোবর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|