আজকের শিরোনাম
মুখ্যমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী
পদত্যাগী ৬ কেন্দ্রীয় মন্ত্রী-সহ দীনেশ ত্রিবেদীকে মহাকরণে ‘পুনর্বাসন’ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের নিয়ে তৈরি হল এই উপদেষ্টামণ্ডলী। মহাকরণেই বসবে এই উপদেষ্টামণ্ডলী ও কার্যত মুখ্যমন্ত্রীর অধীনেই কাজ করবেন তাঁরা। প্রসঙ্গত এর মধ্যে—
• পরিবহন দফতরের উপদেষ্টা হবেন মুকুল রায়
• নগরোন্নয়ন দফতরের উপদেষ্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়
• গ্রামোন্নয়ন দফতরের উপদেষ্টা শিশির অধিকারী
• পর্যটন দফতরের উপদেষ্টা দীনেশ ত্রিবেদী
• সুন্দরবন উন্নয়নের উপদেষ্টা চৌধুরী মোহন জাটুয়া
• সংখ্যালঘু উন্নয়নের উপদেষ্টা সুলতান আহমেদ
• শিল্প দফতরের উপদেষ্টা সৌগত রায়।
কাজের সুবিধার্থে এই উপদেষ্টামণ্ডলী গঠিত হলেও আদপে তাঁদের ডানা ছাঁটা হল বলে মনে করছে বিরোধী শিবির।

ফেডেরারকে খুনের হুমকি
খুনের হুমকি পেলেন টেনিস সম্রাট রজার ফেডেরার। সাংহাই মাস্টার্স খেলতে এখন সপরিবার চিনে রয়েছেন তিনি। চিনের এক জনপ্রিয় ওয়েবসাইটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফেডেরারকে খুনের হুমকি দিয়েছেন। টেনিসকে শেষ করতেই ৬ অক্টোবর তাঁকে খুন করা হবে এমনই হুমকি দেওয়া হয়েছে ওয়েবসাইটটিতে। এর পরেই যথেষ্ট নড়েচড়ে বসেছেন উদ্যোক্তারা। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এমনকি ফেডেরারের যাবতীয় গতিবিধিও যাথাসম্ভব গোপন রাখা হচ্ছে মিডিয়ার থেকে।

ইলামবাজারে কিশোরীকে ধর্ষণ
ফের একবার নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল। বীরভূমের ইলামবাজারের লক্ষ্মীপুর গ্রামে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। মহাদেব পাইক নামে অভিযুক্ত ওই যুবকের নামে ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তাকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সোনার দোকানে চুরি, ধৃত ৩
আজ কলকাতার জোড়াসাঁকো এলাকার মুক্তারাম বাবু স্ট্রিটের এক সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিনজন ওই সোনার দোকানেরই কর্মচারী। অনেকদিন থেকেই তারা চুরির ছক কষছিল বলে অভিযোগ দোকানের মালিকের। দোকান থেকে ১৭০০ গ্রাম সোনা চুরি করে পালায় অভিযুক্তেরা। আজ হুগলির চণ্ডীতলা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে ১ কেজি সোনাও। অভিযুক্তদের আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.