এ বার ৮৪ বছরে জলপাইগুড়ি পাণ্ডাপাড়া |
ভিড় টানতে |
থিম-প্রতিবাদ। বড় বাড়ির আদলে পুজো মণ্ডপ। প্লাস্টিক দূষণ নিয়ে
প্রচার করতে কাগজের প্রতিমা। স্পট ক্যুইজ এবং পুরস্কার। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
প্রতি বছর চমক। ৩২৫টি
পরিবারের সদস্যদের নিয়ে
প্রতিদিন ঘরোয়া আড্ডা। |
যুবক, তরুণেরা পুজোর দায়িত্বে
এগিয়ে আসছে না। জনবল কমছে।
স্পনসরের সংখ্যা কমে চলেছে। |
তানিয়া বণিক, ছাত্রী |
পুজো মণ্ডপে আড্ডার আমি সক্রিয় এক সদস্য।
পুজোর মাঠটি সারাবছর যত্ন করলে খুব ভাল হয়।
মাইকের নিয়ন্ত্রিত ব্যবহার হোক। |
জোৎস্না দেব, প্রবীণা |
বাড়ির উল্টো দিকে মণ্ডপ। বারান্দায় বসে
ভিড় দেখি। প্রবীণদের নিয়ে একদিন
আড্ডা হলে খুব ভাল লাগবে। |
|
অনিন্দ্য মজুমদার, সম্পাদক |
|
জলপাইগুড়ি শহরে এই মণ্ডপ থেকে
গণেশের লাড্ডু বিলি উত্তরবঙ্গ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। |
|
|
বাজেট ৬ লক্ষ |