এ বার ৩৪ বছরে আলিপুরদুয়ার হোয়াইট হাউস |
ভিড় টানতে |
রাজস্থানের মন্দিরের আদলে মন্ডপ। থার্মোকলের মাধ্যমে পাথর খোদাইয়ের কাজ ।
প্রায় ৬০ ফুট চওড়া এবং ৭০ ফুট উঁচু মন্দির অবাক করবে। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
নিষ্ঠা পুজোর ঐতিহ্য। পাড়ার
বাসিন্দাদের আন্তরিকতায় অন্য
পরিবেশ তৈরি হয়। |
জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে
পুজোতেও তার প্রভাব পড়বে। তাই
বাজেট নিয়ে চিন্তা বাড়ছে। |
দিশা বড়ুয়া, ছাত্রী |
পুজোর দিনগুলিতে পাড়ার মণ্ডপে
ছোটবড় একসঙ্গে বসে আড্ডা দিই।
ধুনুচি নিয়ে প্রতিমার সামনে নাচতেও ভাল লাগে। |
ছায়া বসাক, প্রবীণা |
পুজোর তিনদিন সবাই সন্ধ্যা থেকে
মধ্যরাত ধুনচি নিয়ে নাচে। খুব ভাল লাগে।
একসঙ্গে ভোগের প্রসাদ খাওয়ার মজাটাও কম নয়। |
|
অঞ্জন পাল, সম্পাদক |
|
মণ্ডপের খুঁটি পুজো থেকে বিসর্জন
সবই নিয়ম মেনে হয়। দশমীতে
৫১টি ঢাক বাজানোর প্রথাও আছে। |
|
|
বাজেট ৫ লক্ষ |