ফের এলপিজির দাম বৃদ্ধির আশঙ্কা |
ফের একবার এলপিজির দাম বাড়ার আশঙ্কা দেখা দিল। অটোতে ব্যবহৃত এলপিজির দাম কেজি প্রতি প্রায় সাড়ে তিন টাকা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ১ এপ্রিল এলপিজির দাম বেড়ে হয়েছিল ৫৩ টাকা ৫ পয়সা। ফলত ২০০টি রুটে অটো ভাড়া বৃদ্ধি পায়। এর পরে ক্রমান্বয়ে দাম কমলেও বর্ধিত অটো ভাড়া অপরিবর্তিত থাকে। ফলে যারপরনাই নাকাল হতে হয় যাত্রীদের। সোমবারই একদফা বাড়ে এলপিজির দাম। এর পরে ফের ৫ অক্টোবর দাম বেড়ে ৫৩ টাকা ৫৭ পয়সা হবে বলে অনুমান। প্রসঙ্গত এখনই প্রায় ৫০টি রুটে বাড়তি অটো ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।
|
ঠাকুরপুকুর হাসপাতালে ভাঙচুর |
ফের রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাসপাতালে। ঘটনাটি ঘটে ঠাকুরপুকুরের ডিএম হাসপাতালে। জ্বর নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয় ১৮ বছরের বাবলু শেখ। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার কেতলাহাটে। আজ সকালে তার মৃত্যু হয়। চিকিত্সার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়েরা। তবে গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
চেন্নাইতে বহুতল ভেঙ্গে মৃত ২ |
চেন্নাই শহরে ভেঙ্গে পড়ল বহুতল। ঘটনাটি ঘটে চেন্নাইয়ের ট্রিপলিকেন এলাকায়। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকার্য শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। এরই মধ্যে ধ্বংসস্তূপে আটকে পড়া ২ বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। |