গত রবিবার বহরমপুর শহরের বরিশাল কলোনিতে অনুষ্ঠিত হল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি ১৫৬ তম মাসিক সাহিত্যপাঠের আসর’। প্রয়াত কবি ও গল্পকার নবগৌর বাগচির স্মরণ, কবি নিখিলকুমার সরকারের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অসম্পূর্ণ পযর্টন’ প্রকাশ এবং শেষে কবি গোলকবিহারী সরকারের কাব্যগ্রন্থ ‘স্বপ্নের জলছবি’-র পাঠ করা হয়।
|
নবদ্বীপ বকুলতলা বিদ্যালয় প্রাক্তন ছাত্র সম্মিলনীর আয়োজনে রবিবার বিকালে অনুষ্ঠিত হল ‘মুখোমুখি সুনীল’ শীর্ষক অনুষ্ঠান। সস্ত্রীক সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানে ছিলেন কবি বীথি চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শেষ পর্বে শ্রোতাদের সঙ্গে তিনি মেতে ওঠেন সরাসরি আলাপচারিতায়।
|
সম্প্রতি প্রকাশিত হয়েছে খাদিজা বানু সম্পাদিত ষান্মাষিক পত্রিকা ‘সৃজনী’র অগস্ট সংখ্যা। বহরমপুর থেকে প্রকাশিত ওই পত্রিকার এই সংখ্যায় রয়েছে ‘সার্ধ জন্মশতবর্ষে দ্বিজেন্দ্রলাল রায়’, ‘সার্ধ জন্মশতবর্ষে স্বামী বিবেকানন্দ’ ও ‘কল্যাণময়ী ভগিনী নিবেদিতা’ শীর্ষক তিনটি প্রবন্ধয়। এ ছানাও ছোটগল্প কবিতা।
|
বহরমপুরের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী প্রয়াত সাধন প্রামাণিকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করল সংগীত ও নৃত্যের সংস্থা ‘সুর ও ছন্দ’। বহরপুর শহরের গোরাবাজার এলাকায় সংস্থার কার্যালয়ে গত ২৩ সেপ্টেম্বর রবিবার ওই স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|
বাচনিক, মান্দাস ও শ্রুতিমুখএই তিন বাচিক শিল্প সংস্থার মিলিত উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর শনিবার বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল আবৃত্তি সন্ধ্যা। মেধা বন্দ্যোপাধ্যায়, তুষারকান্তি ঘোষ, পীতাম্বর ষড়ঙ্গী, রঞ্জনা সেনগুপ্ত, অলোক বিশ্বাস-সহ ১০ জন আবৃত্তি পরিবেশন করেন।
|
গত ১ অক্টোবর সোমবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল সংগীত ও নৃত্যের সংস্থা ‘সপ্তপর্ণী’র চব্বিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে সংস্থার শিল্পীরা পরিবেশন করেন সম্মেলক নৃত্য, সংগীত নৃত্যনাট্য ও কবিতা আলেখ্য ‘খেলাঘরে রাজ্য’।
|
নবদ্বীপ ললিতকলা পরিষদের আয়োজনে রবিবার দ্বাদশবর্ষ শুভেন্দু সিংহ স্মৃতি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে রবিবার সারাদিন ধরে চলা ওই প্রতিযোগিতায় নদিয়া, বর্ধমন ও হুগলি জেলার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
|
সম্প্রতি করিমপুর থেকে প্রকাশিত হল অশোককুমার সাহা সম্পাদিত শিশু-কিশোর সাহিত্য পত্রিকা। নাম ‘সবুজের কবিতা’। বিষয় ‘সহজপাঠ’।
|
চলন্তিকার নাট্যোৎসবে থিয়েটার অঙ্গনের নিয়তি। —নিজস্ব চিত্র। |
|