পরবর্তী কর্মসূচি নিয়ে আজ বৈঠক বাস মালিকদের |
রাজ্য সরকারের দেওয়া ভাড়া বাড়ানোর ‘টোপ’-কে আর বিশেষ গুরুত্ব না দিয়ে আগামী কর্মপন্থা ঠিক করতে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলির বৈঠক বসছে আজ বিকেলে। প্রসঙ্গত, গত মাসে টানা দু’ দিনের পরিবহণ ধর্মঘটে কার্যত গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার পর রাজ্য সরকারের ‘স্তোক বাক্যে’ সাময়িক ভাবে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলেন বাস মালিকরা। কিন্তু কথা মতো আজও বাস ভাড়া বাড়ানো নিয়ে কোনও আলোচনা সরকারের তরফ থেকে করা হয়নি। আগামী ৯ অক্টোবর থেকে আবার টানা ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকবেন, না অন্য কোনও পন্থায় এই সমস্যার সমাধান সূত্র বেরবে তা আজ বিকেল সাড়ে ৩টেয় বেঙ্গল বাস সিন্ডিকেটের লেনিন সরণির দফতরের বৈঠকের পর জানা যাবে।
|
বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত ৯, আহত ৪০ |
শবদাহ করে ফেরার পথে বর্ধমানের জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি লরি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। |