বিজ্ঞান ও প্রযুক্তি আপনারই স্মার্ট ফোন চর হতে পারে কারও
যেন ঠিক সাইবার অপরাধীদের উপর বাটপাড়ি!
আসলে হ্যাকারদের থেকে এক কদম এগিয়ে থাকতে এ বার এক অভিনব অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছেন মার্কিন সেনাবাহিনীর বিশেষজ্ঞেরা। আপনার স্মার্টফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি ভরে দিলেই বাজিমাত। নিমেশে আপাতনিরীহ সেই ফোনই হয়ে উঠবে ‘গুপ্তচর’। ফোনের ক্যামেরা অপশনটি চালু হয়ে যাবে। আর তার থেকে আপনার একান্ত ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চলে আসবে অন্যের হাতের মুঠোয়। একেবারেই আপনার অজান্তে।
সম্প্রতি ইন্ডিয়ানায় মার্কিন নৌসেনা বিভাগের একটি বিশেষজ্ঞ দল এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে জনা কুড়ি ব্যক্তির স্মার্টফোনে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। অবশ্যই ব্যবহারকারীদের না জানিয়ে। এবং ফলও পেয়েছেন হাতেনাতে। ব্যবহারকারীর চেকের নম্বর থেকে শুরু করে বাড়ির আনাচে-কানাচের ছবি। সবই চলে এসেছে তাঁদের হাতের নাগালে। অ্যাপ্লিকেশনটির নাম রাখা হয়েছে, ‘প্লেইসরেইডার’ (PlaiceRaider)। একটি ব্রিটিশ দৈনিকে এই খবর বেরিয়েছে।
কিন্তু হঠাৎ কেন এমন চুরিবিদ্যার দিকে নজর পড়ল মার্কিন নৌসেনার? সেনাবাহিনী জানাচ্ছে, তাদের এই কাজের মূল উদ্দেশ্য হল, হ্যাকারদের ভবিষ্যৎ গতিবিধি সম্পর্কে আগে ভাগে সচেতন হওয়া। অর্থাৎ সাইবার অপরাধীরা কোন পথে এগোবে, সেই পথটাই আগাম জেনে রাখা।
ঠিক কী ভাবে কাজ করে এই ‘প্লেইসরেইডার’? রবার্ট টেম্পলম্যান নামে এক গবেষক জানালেন, এই নতুন অ্যাপ্লিকেশনে আছে এমন এক সফট্ওয়্যার যা গুপ্ত ক্যামেরার কাজ করে। তুলে রাখে ফোন ব্যবহারকারীর গোটা বাড়ির ছবি। থ্রিডিতে। যাতে ব্যবহারকারীর ঘরের খুঁটিনাটি, চেক বইয়ের নম্বর, ক্রেডিট কার্ডের পিন নম্বর, এমনকী অফিস বা বাড়ির কম্পিউটারে ব্যবহার করা পাসওয়ার্ডটিও অতি সহজেই জেনে ফেলা যায়। ফলে আপনি যেখানেই থাকুন। বাড়ি বা অফিসে। যেখানেই যান। ব্যাঙ্ক বা শপিং মলে। আপনার গতিবিধি কিন্তু তখন পুরোপুরি নজরবন্দি। যখনই অ্যাপ্লিকেশনটি চালু হবে, হ্যাকারের কাছে চলে যাবে সব ছবি। এমনকী ফোন থেকে পাঠানো ছবিতে যদি কোনও খুঁতও থাকে, সমস্যা নেই। কারণ যাঁর কাছে ছবিগুলি যাচ্ছে, তিনি অতি সহজেই নিজের সুবিধামতো ‘ডেভেলপ’ করে নিতে পারবেন সেই থ্রিডি ছবি।
কিন্তু ত্রিমাত্রিক বা থ্রিডি ছবিই কেন? “কারণ থ্রিডি ছবি থেকে খুঁটিনাটি তথ্য চুরি করা অনেক বেশি সহজ ও সুবিধাজনক”, জবাব টেম্পলম্যানের। অ্যান্ড্রয়েড ২.৩ অপারেটিং সিস্টেম আছে যে সব স্মার্টফোনে, আপাতত সেগুলিতেই ভরা যাবে ‘প্লেইসরেইডার’। পরবর্তী কালে আইওএস বা উইন্ডোজ ফোনেও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তিনি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.