ফরাক্কার দুই দুষ্কৃতী রমজান সেখ ও ফিটু ওরফে নুর আলমকে জাল নোট-সহ গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। দীর্ঘদিন ধরে ফরাক্কার অর্জুনপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দুষ্কৃতী গোষ্ঠীর পান্ডা রমজান ও ফিটু। বোমাবাজি, তোলা আদায় থেকে লুঠপাঠ ও মারধরের বহু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয় রাজনৈতিক দল তাদের মদত দিত বলেও বার বার অভিযোগ উঠেছে। এই দুই দুষ্কৃতীর ভয়ে অর্জুনপুর এলাকায় দিনের পর দিন ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র অচল হয়ে গেছে। পুলিশ বহু চেষ্টা করেও তাদের ধরতে পারেনি।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে খড়গ্রাম থানার সাদল অঞ্চলের বিবিনগর গ্রামের রাস্তা থেকে পুলিশ কাবিরউল্লা শেখ নামে ওই যুবককে ধরে। ধৃত যুবকের কাছ থেকে একটি পাইপগান ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা তৈরির মশলা বিক্রির কারবারের সঙ্গে যুক্ত।
|
ওভারহেডের তার চুরি যাওয়ায় বিঘ্নিত হল ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর আপ-লাইনে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। বাতিল হয় তিনটি ট্রেন। পরে শিয়ালদহ পর্যন্ত একটা স্পেশ্যাল ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী জানান। তিনি বলেন, ‘‘ওভারহেডে তার চুরি যাওয়ায় এই বিপত্তি। দুটি ট্রেনের পেন্টোগ্রাফ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনও বাতিল করতে হয়েছে।’’
|
সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের বলি হয়েছেন দুই শ্রমিক। নাম, তপন দত্ত (২৭) ও মিলন বসু (২২)। বাড়ি করিমপুরের কাঁঠালিয়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে করিমপুরের মহিষবাথান এলাকায় একটি সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়েন ওই দু-জন। করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান দুজনেই।
|
নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন বাড়ির সকলে আর তারই মধ্যে গ্রিলের তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আলমারি খুলে বেশ কয়েক হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা। বুধবার রাতে হাঁসখালির বগুলার ঘটনা।
|
বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। নাম দীনবন্ধু সরকার (৫২)। বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর করিমপুর সড়কের উপর তারকদাসপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
|
আমন চাষের জন্য দু’মাস জল পাচ্ছেন না রেজিনগর থানার রামনগরের কিছু চাষি। তাঁরা একযোগে বৃহস্পতিবার বেলডাঙা-২ ব্লকে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিডিও-কে বার বার জানিয়েও ফল হয়নি।
|
বোমা-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শঙ্কর দেবনাথ ও সন্দীপ দাস। বুধবার রাতে নদিয়ার কুপার্স ক্যাম্পের শ্মশান এলাকা থেকে পুলিশ তাদের ধরে। ধৃতদের কাছ থেকে আটটি বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। কোনও অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যেই সেখানে ধৃতেরা গিয়েছিল বলে পুলিশের অনুমান। |