টুকরো খবর
গাড়িতে চড়ে বনভ্রমণ বন্ধ
জিপসি ও ছোট গাড়ির মালিকদের কাজিয়ায় বন্ধ হয়ে গেল লাটাগুড়িতে জলপাইগুড়ি বনবিভাগের নেওড়ায় জঙ্গল সাফারি। আজ, শুক্রবার সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। মঙ্গলবার সাফারিতে পর্যটকরা ছোটগাড়ি না জিপসিতে যাবেন তা নিয়ে দুই পক্ষের গোলমাল হয় লাটাগুড়ি বুকিং কাউন্টারের সামনে। পর্যটকদের পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন জিপসি মালিকেরা। পাল্টা, ছোট গাড়ির মালিকেরা জানান, ২০ বছরের বেশি পুরানো জিপসি গাড়ি জঙ্গলে ঢোকানো সুরক্ষিত নয়। গত বুধবার জঙ্গল সাফারির সাপ্তাহিক বন্ধের দিন ছিল। জলপাইগুড়ির ডিএফও বিদ্যুৎ সরকার জানান, দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে। নিয়ম অনুযায়ী জলপাইগুড়ি বনবিভাগের সাফারিতে প্রতিদিন দুটি শিফটে ৩৫টি করে গাড়ি জঙ্গলে ঢোকার নিয়ম রয়েছে। ২০টি জিপসি ও ১৫ পেট্রোলচালিত ছোট গাড়ির ভিতরে যাওয়ার কথা।

তাঁতমেলা শেষ হল
খাদি গ্রামোদ্যোগ দফতর আয়োজিত তাঁত বস্ত্র প্রদর্শনী মেলা শেষ হল বৃহস্পতিবার। শনিবার আইআইটির নজরুল কমিউনিটি হলে এই মেলা শুরু হয়। উদ্বোধন করেন খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন খড়্গপুরের পুরপ্রধান জহরলাল পাল-সহ বিশিষ্টেরা। এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তন্দ্রা ঘোষ, রবি রায় ও মঞ্চসেনার অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনা করেন দেবব্রত দত্ত। ৫০টি স্টল ছিল মেলায়।

আয়কর রিটার্ন নিয়ে
যে সব সংস্থা বা ব্যক্তির আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে, তাদের আরও ১৫ দিন সময় দিতে আর্জি জানিয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাক্টিশনার্স। সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ জৈন বলেন, “২৯ সেপ্টেম্বর ষাণ্মাসিক হিসাবের জন্য ব্যাঙ্ক লেনদেন বন্ধ ও ৩০ তারিখ রবিবার। বেশ কয়েকটি রাজ্য এখন বন্যার কবলেও। তাই এই আর্জি।”

দিঘা পর্যটন উৎসব
—নিজস্ব চিত্র।
শুরু হয়ে গেল দিঘা পর্যটন উৎসব। বৃহস্পতিবার সকালে নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত পদযাত্রা হয়। পরে দিশারি মাঠে পায়রা উড়িয়ে, প্রদীপ জ্বালিয়ে পযর্টন উৎসবের উদ্বোধন করেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবাশিস সেন। এই উপলক্ষে নিউ দিঘায় ভলিবল, কবাডি, খো-খো প্রতিযোগিতা ছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ‘দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন’ আয়োজিত ইলিশ উৎসবের উদ্বোধন করেন দেবাশিসবাবু।

এল না ‘ড্রিমলাইনার’
স্বপ্ন ভঙ্গ। বুধবারের পরে বৃহস্পতিবারেও শহরে আসার কথা ছিল এয়ার-ইন্ডিয়ার ‘ড্রিমলাইনার’-এর। দিল্লি থেকে বেঙ্গালুরুর পথে পাখির সঙ্গে ধাক্কা লাগে তার। দিল্লি ফিরলেও সেটি কলকাতায় আসেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.