বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয়, কুড়ি ওভারের। টোয়েন্টি-টোয়েন্টি খেলাটার বয়স খুব বেশি নয়। ১৯৭৫-এ যখন প্রথম বিশ্বকাপের সূচনা হয় তখন ক্রিকেট মহলে দ্বন্দ্ব ছিল ‘ওয়ান ডে’ খেলাটার ভবিষ্যত্ নিয়ে। কিন্তু দিন যত এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসীমা শুধুমাত্র ক্রিকেট বোদ্ধাদের অন্দর পেরিয়ে ঢুকে পড়েছে আপামর জনসাধারণের অন্দরে। আইসিসির পৌরহিত্যে ২০০৭-এ ‘টোয়েন্টি-টোয়েন্টি’ থুড়ি ‘টি-২০’ বিশ্বকাপের সূচনা। অর্থনৈতিকভাবে অন্যতম সফল এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান(২০০৯) ও ইংল্যান্ড(২০১০)। প্রসঙ্গত ২০১০-এ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় এখানেই। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসছে এবারের বিশ্বকাপের আসর। অংশ নেবে আইসিসির দশটি পূর্ণ সদস্য ও দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসাবে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৮ সেপ্টেম্বর হাম্বানটোটায় শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ- বারোটা টিম নিয়ে টাইট ২০ দিনের টুর্নামেন্ট।

আজকের খেলা...
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড দুপুর ৩.৩০ বিস্তারিত স্কোর
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ রাত ৭.৩০ বিস্তারিত স্কোর
  • সুপার এইটের আগে অনুশীলনরত অস্ট্রেলিয়ার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ক্যামেরন হোয়াইট ও ওয়াটসন। ছবি: এএফপি

  • অনুশীলনের সময় বল হাতে দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। ছবি: এএফপি

  • নিজস্ব ভঙ্গিতে অনুশীলনে ব্যস্ত দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। এএফপি-র তোলা ছবি।

  • যুদ্ধের আগে কঠোর অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা। এএফপি-র তোলা ছবি।

  • বিজয়ী প্রতিপক্ষের সঙ্গে কুশল বিনিময়ে বাংলাদেশের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স

  • হাতে হাত...বাংলাদেশকে হারিয়ে জয়ের আনন্দে পাকিস্তানের কামরান আকমল ও নাসির জামশেদ।ছবি: রয়টার্স

  • পাকিস্তানের ইমরান নাজিরকে আউট করে সতীর্থের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন আবুল হাসান।ছবি: এএফপি

  • অর্ধশতরানের পর পাকিস্তানের ইমরান নাজির। এএফপি-র তোলা ছবি।

  • অর্ধশতরানের পর বাংলাদেশের সাকিব অল হাসান। ছবি: এএফপি

  • পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ চলাকালীন গ্যালারিতে পাক সমর্থকেরা। ছবি: এএফপি

  • বাংলাদেশের মাহমুদ্দুলাহের আউটের পর উল্লসিত অধিনায়কের সঙ্গে টিমের অন্যান্যরা।ছবি: এএফপি

  • তরুণ তুর্কি... অনুশীলনের ফাঁকে হাঁসি-ঠাট্টায় মশগুল রায়না, কোহলি। ছবি: এএফপি।

  • ভরসার কাঁধ... ওয়েস্ট ইন্ডিজ 'বধ'-এর পরিকল্পনায় অধিনায়ক-কোচ। ছবি: এএফপি।

  • মৃত্যুঞ্জয়ী... ভারতীয় দলের অনুশীলনে যুবরাজ। ছবি: এএফপি।

  • মিশন ওয়েস্ট ইন্ডিজ... বল হাতে অনুশীলনে ইরফান পাঠান। ছবি: এএফপি।

  • শুধু বল নয় ব্যাটেও... ইরফানকে পরামর্শ কোট ফ্লেচারের। ছবি: এএফপি।

  • থিঙ্ক ট্যাঙ্ক... আলোচনায় অধিনায়ক ধোনি, সহ-অধিনায়ক কোহলি। ছবি: এএফপি।

  • আগামিকাল এই হাসি দেখতে চাইবে না কোনও ভারতীয় সমর্থক। ছবি: এএফপি।

  • বৃষ্টিস্নাত স্টেডিয়াম। বৃষ্টির জন্য গতকাল ওয়েস্ট ইন্ডিজ – আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়। ছবি: এএফপি।

  • ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠ ঢাকতে ব্যস্ত কর্মীরা। ছবি: এএফপি।