গত আট বছর ধরে রেলের ভাড়া বাড়েনি। অথচ বিমান থেকে সড়ক, পরিবহণের অন্য সব ক্ষেত্রে মাসুল বেড়েছে। পণ্য মাসুল ও রেলে যাত্রী ভাড়া বিশেষত উচ্চ শ্রেণির ভাড়া বাড়ানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে পড়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। অবশেষে সিপি যোশীর উদ্যোগে আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে রেলের বাতানুকুল কামরার নতুন ভাড়া। রেলের হাল ফেরাতেই এই উদ্যোগ বলে দাবি কেন্দ্রের। এ ছাড়া ৩.৭ শতাংশ হারে বাড়ছে পণ্য পরিষেবা করও। |
ইউপিএ সমন্বয় কমিটির বৈঠক |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ-২ থেকে বেরিয়ে আসার পর এই প্রথম বৈঠকে বসেছিল ইউপিএ-র সমন্বয় কমিটি। প্রধানমন্ত্রীর বাসভবনে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন ইউপিএ-র সকল শরিক দল। বৈঠকের প্রধান বিষয় আর্থিক সংস্কার। বৈঠকে প্রধানমন্ত্রীর এই আর্থিক সংস্কারকে ‘বলিষ্ঠ পদক্ষেপকে’ সমর্থন করে সব দল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রীও এই সংস্কারের পক্ষে সওয়াল করেন এবং ইউপিএ-র অটুট ঐক্য তুলে ধরার চেষ্টা করেন তিনি। |
এন্টালিতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত |
মঙ্গলবার বিকেলে এন্টালির লালমোহন ভট্টাচার্য লেনে একটি দর্জির দোকানে চড়াও হয়ে তার মালিককে গুলি করার ঘটনায় দু’ই দুষ্কৃতীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা। ধৃতদের নাম মহন্মদ আদিদ ও বাচ্চা সোনা। ঘটনার দিন বাচ্চা সোনাই গুলি চালিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। বিষয় সম্পত্তির কারণেই তাঁকে গুলি করা হয়েছে বলে পুলিশের ধারণা। |
সরকারি কর্মীর বাড়িতে ডাকাতি |
এক সরকারি কর্মীর বাড়িতে ডাকাতি করল কুড়ি জনের একটি দল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ডাকাতি করতে বাধা দিতে গেলে ওই কর্মী বরুণ বিশ্বাস ও তাঁর মাকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। আনুমানিক ৮ লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে ডাকাত দলটি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় পরিবারের কোনও পরিচিত জড়িত আছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।
|
বর্ধমানের নরজা মোড়ের কাছে একটি বাস উল্টে জখম হলেন ২০ জন। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতেরা বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অন্য দিকে বারাসতের ডুমা মোড়ে বাস ও লরির সংঘর্ষ হয়। বাসটি বনগাঁ থেকে দক্ষিণেশ্বর আসছিল, সেই সময় লরির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। |