কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক |
আজ সকালে ১০ নম্বর জনপথে সনিয়া গাঁধীর বাসভবনে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। প্রায় পৌনে দু’ ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, মনমোহন সিংহ, পি চিদম্বরম, আহমেদ পটেল, জনার্দন দ্বিবেদী-সহ কংগ্রেসের ৩০ জন শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদী সাংবাদিকদের জানান তৃণমূল কংগ্রেস জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দলের পরবর্তী কর্মসূচি নির্ধারণ, দেশের আর্থিক সংস্কার, বিশ্ব জুড়ে আর্থিক মন্দা ও তার প্রভাব থেকে দেশকে বাঁচানো ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তবে পৃথক রাজ্য তেলেঙ্গানা গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি।
|
শিয়ালদহ দক্ষিণ শাখায় আজ ফের রেল অবরোধ |
গতকাল চম্পাহাটির পর আজ শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিংয়ের তালদিতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফের রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। অনিয়মিত রেল চলাচল নিয়ে বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন তাঁরা। সম্প্রতি শিয়ালদহ দক্ষিণ শাখায় লাইন সম্প্রসারণের কাজ চলাকালীন যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একই অভিযোগে পরপর দু’দিন রেল অবরোধে রীতিমতো অস্বস্তিতে রেল কর্তৃপক্ষ। সকাল ১০টা নাগাদ রেলের পদস্থ কর্তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন যাত্রীরা।
|
বেলেঘাটা আইডিতে রোগিণীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য |
আজ ভোরে এক রোগিণীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। গতকাল রাতে কর্তব্যরত ডাক্তার ওই রোগিণীকে স্যালাইন দিতে বলেন। ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স রোগির আত্মীয়দের জানান, তিনি চ্যানেল করতে জানেন না। ফলে স্যালাইন চালু করা যায়নি। তার ফলেই মৃত্যু ঘটেছে রোগিণীর। এই নিয়ে আত্মীয়রা কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছেন। |