বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয়, কুড়ি ওভারের। টোয়েন্টি-টোয়েন্টি খেলাটার বয়স খুব বেশি নয়। ১৯৭৫-এ যখন প্রথম বিশ্বকাপের সূচনা হয় তখন ক্রিকেট মহলে দ্বন্দ্ব ছিল ‘ওয়ান ডে’ খেলাটার ভবিষ্যত্ নিয়ে। কিন্তু দিন যত এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসীমা শুধুমাত্র ক্রিকেট বোদ্ধাদের অন্দর পেরিয়ে ঢুকে পড়েছে আপামর জনসাধারণের অন্দরে। আইসিসির পৌরহিত্যে ২০০৭-এ ‘টোয়েন্টি-টোয়েন্টি’ থুড়ি ‘টি-২০’ বিশ্বকাপের সূচনা। অর্থনৈতিকভাবে অন্যতম সফল এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান(২০০৯) ও ইংল্যান্ড(২০১০)। প্রসঙ্গত ২০১০-এ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় এখানেই। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসছে এবারের বিশ্বকাপের আসর। অংশ নেবে আইসিসির দশটি পূর্ণ সদস্য ও দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসাবে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৮ সেপ্টেম্বর হাম্বানটোটায় শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ- বারোটা টিম নিয়ে টাইট ২০ দিনের টুর্নামেন্ট।

আজকের খেলা...
ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড রাত ৭.৩০ বিস্তারিত স্কোর
খেলার বিস্তারিত খবর জানতে...
  • প্রত্যাবর্তনে ফের সিংহ গর্জন। ম্যাচে ৪ উইকেট দখলের পর হরভজন সিংহ। ছবি: এএফপি।

  • ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার পর সহ-অধিনায়কের অভিনন্দন অধিনায়ককে। ছবি: এএফপি।

  • লুক রাইটকে আউট করার পর সতীর্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন ইরফান। ছবি: এএফপি।

  • অর্ধশতরানের পর রোহিত শর্মা। ছবি: এএফপি।

  • মাথায় হাত... ম্যাচ চলাকালীন ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। ছবি: রয়টার্স।

  • ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে ভারতীয় সমর্তকদের উল্লাস। ছবি: এএফপি।

  • জয়ের স্মারক... ম্যাচ শেষে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

  • সামনে কঠিন লড়াই। পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: রয়টার্স।

  • মন দিয়ে শেখো... পাকিস্তানের ব্যাটসম্যান ইমরান নাজিরকে পরামর্শ কোচ ডেভ হোয়াটমোরের। ছবি: এএফপি।

  • 'বুম বুম আফ্রিদি...' তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় রয়েছে সবাই। ছবি: এএফপি।

  • গেইল ঝড়কে কাবু করে অধিনায়ক জর্জ বেইলির সঙ্গে আনন্দে মেতেছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ছবি: এএফপি

  • মুখোমুখি...বল হাতে ওয়েস্ট ইন্ডিসের ডারেন সামির সামনে প্যাট কামিন্স। ছবি: রয়টার্স

  • আক্রমণাত্মক ভঙ্গিতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এপি-র তোলা ছবি।

  • হতাশ...বিপক্ষকে 'ফ্রি হিট'-এর সুবিধা করে দেওয়ায় মাথায় হাত দিয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ছবি: এএফপি

  • শ্রীলঙ্কাকে হারিয়ে সৌজন্য বিনিময়ে দুই দেশের অধিনায়ক। এফপি-র তোলা ছবি।

  • হাফ সেঞ্চুরির পর সতীর্থদের উদ্দেশ্যে ক্রিস গেইল। ছবি: এএফপি

  • যুদ্ধ জয়ের নিজস্ব ভঙ্গিতে গেইল। রয়টার্সের তোলা ছবি।

  • জনসন চার্লসকে আউট করে সতীর্থদের সঙ্গে উল্লাসে মত্ত অস্ট্রেলিয়ার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ছবি: এএফপি

  • আউটের পর বিষন্ন চিত্তে প্যাভিলিয়নের দিকে মাহেলা জয়বর্ধনে। ছবি: এএফপি

  • বিপক্ষকে কাবু করতে নিজস্ব ভঙ্গিতে কুমার সঙ্গকারা। ছবি: এএফপি